মেষ

ভ্রাতৃসম্পর্কের কারও থেকে কোনও বিষয়ে উপকার পেতে পারেন । আজ শত্রুপক্ষ নিয়ন্ত্রণে থাকবে । কর্মস্থানে দায়িত্ব বাড়তে পারে । গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন ।



বৃষ

আজ একটু বিপদের আশঙ্কা আছে । মনে অস্থির ভাব থাকার জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে । সম্পত্তির মামলায় সুফল পেতে পারেন । স্বামী স্ত্রী কোনও ব্যবসায় সাফল্য পেতে পারেন ।




মিথুন

সন্তানের চাকরির জন্য কারও সঙ্গে আলোচনা হতে পারে । আজ উত্তেজনাপূর্ণ কাজ থেকে দূরে থাকুন । নিজের পুরনো ব্যবসায় আর্থিক উন্নতির যোগ । আধুনিকভাবে ঘর সাজানোর ইচ্ছা ।




কর্কট

কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনার সুযোগ পাবেন । প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় । এ সময়ে প্রেমের দিকে না এগোনোই ভাল হবে । ত্বকে একটু সমস্যা দেখা দেবে ।




সিংহ

আজ কোনও ঝামেলা বাধলে আয়ত্ত্বে আনা মুশকিল হবে । গন্ধ জাতীয় দ্রব্য ব্যবসায়ীদের জন্য ভাল সময় । কারও চিকিৎসার দায়িত্ব নিতে হতে পারে । ফাটকা ব্যাপারে ক্ষতি ।




কন্যা

আজ পরিবারের অশান্তির জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে । ধর্মদর্শন আলোচনায় সন্মান প্রাপ্তি । খুব পরিচিত কারও সঙ্গে হঠাৎ দেখা হতে পারে । অনেক দিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে ।




তুলা

আজ শরিকি কোনও জিনিস নিয়ে ভাই বোনদের সঙ্গে দ্বন্দ্ব হতে পারে । সুযোগসন্ধানী মানুষদের কাছ থেকে সতর্ক থাকুন । কর্মস্থানে সম্মানপ্রাপ্তি যোগ দেখা যাচ্ছে ।




বৃশ্চিক

আজ শুভ কিছু করার কথা ভাবতে পারেন । প্রিয়জনের বিবাহ নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে । হঠকারী সিদ্ধান্ত ত্যাগ করাই ভাল । সবান্ধব ভ্রমণ ।




ধনু

নিজের বাকপটুতায় আজ সকলের মন জয় করতে সক্ষম হবেন । জনহিতকর কাজে খুব সুনাম পাবেন । সন্তানদের জন্য ভাল কোনও কাজ করতে পারেন । ভ্রমণের পরিকল্পনা না করাই ভাল ।




মকর

আজ আমদানি রফতানি ব্যবসায় ভাল যোগ । প্রতিকূল পরিবেশে মানিয়ে নিতে না পারলে ক্ষতি । আজ শরীরের ওপর খুব হয়রানি হতে পারে । সংসারে শান্তি থাকবে ।




কুম্ভ

আজ ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি হলেও লাভ সঠিক থাকবে । অনেক দিনের পুরনো কোনও ক্ষতের ব্যথা বাড়তে পারে । গুরুজনদের থেকে সাহায্য পাবেন । নতুন বন্ধুপ্রাপ্তি হতে পারে ।




মীন

নিজের বুদ্ধিতে শত্রুকে জয় করতে সক্ষম হবেন । আজ কোনও কিছুর জন্য সারা দিন ভয় কাজ করবে । সন্তানদের থেকে কিছু উপকার পাবেন । সংসারে ভুল বোঝাবুঝি হতে পারে। জ্যোতিষ শ্রী জয়দেব