মেষ

বিদ্যার ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে । শরীরে কোনও অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসার প্রয়োজন । নিজের সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন । জরুরি কাজ সকালে মেটান ।



বৃষ

প্রেমে খুব ভাবনাচিন্তা করে পা বাড়াতে হবে । প্রচুর ব্যয় বৃদ্ধি হওয়ায় সংসারে অনেক সমস্যা দেখা দেবে । কর্ম নিয়ে মনে একটা চঞ্চলতা থাকবে । পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে ।




মিথুন

আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে । অর্থ ভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে প্রচুর । প্রেম ভালবাসার দিকে প্রচুর সাফল্য থাকবে । কুটির শিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতি ।




কর্কট

আজ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে । নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনা আছে । শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্ত চাপ বৃদ্ধি । বন্ধু বিচ্ছেদ ।




সিংহ

আজ ঠাকুর দেবতার কাজে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন । কোনও বিশেষ বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে । পেশাদারদের জন্য সময়টা খুব উপযুক্ত । বাড়িতে জীবজন্তু কেনার যোগ আছে ।




কন্যা

কোমল স্বভাব আপনাকে অনেকের কাছে প্রিয় করে তুলবে । সুসংবাদ আসাতে পারে । প্রচুর দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ । বিশ্বস্ত কেউ ঠকাবে, সতর্ক থাকুন ।




তুলা

খুব নিজের বা কাছের মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে । হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ আসতে পারে । কোনও কাজের জন্য সমাজে সুনাম অর্জন করতে পারেন । সন্তানদের সঙ্গে মতবিরোধ ।




বৃশ্চিক

ভাগ্য উন্নতির কোনও উপায় খুঁজে পেতে পারেন আজ । ফাটকা ও লটারিতে কোনও আয় বাড়তে পারে । ধর্ম ব্যাপারে আগ্রহ বৃদ্ধি । পিতার সঙ্গে কোনও ব্যবসার ব্যাপারে আলোচনা হতে পারে ।




ধনু

নিজের শখের জন্য বাড়তি খরচ বাড়তে পারে । কোনও বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার । পড়াশোনার জন্য ভাল সুবিধা পেতে পারেন । প্রতিবেশীর সঙ্গে কোনও বিষয়ে ঝামেলা ।




মকর

আজ কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে । সাংসারিক শান্তি বজায় থাকবে । নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা । অন্যের উপকার করে মনে শান্তি ।




কুম্ভ

মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভাল সময় । কল্যানজনক কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে । কোনও বিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে । পথে ঘাটে সাবধানে চলাফেরা করুন ।




মীন

আজ বন্ধুর জন্য সংসারে বা নিজের জীবনে কোনও সমস্যা সৃষ্টি হতে পারে । কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে । অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন । বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন । জ্যোতিষ শ্রী জয়দেব