মেষ

হঠাৎ কোনও কারণে প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হতে পারে । উপার্জনের হার ঠিক থাকলেও ব্যয় আছে । প্রেমে জটিলতা হতে পারে । ব্যবসায় সন্তানদের পাশে পাবেন ।



বৃষ

আজ বন্ধুদের উস্কানিতে প্রচুর অর্থ ক্ষতি হতে পারে । নিঃসঙ্গতা কাটাতে ভ্রমণের পরিকল্পনা । খেলায় অগ্রগতি । গুরুজনদের প্রতি কোনও বিষয়ে বিদ্বেষ সৃষ্টি হতে পারে ।




মিথুন

কর্মক্ষেত্রে খুব সাবধানে থাকুন। কেউ আপনাকে হেনস্থা করতে পারে । লটারি বা ফাটকা কোনও কিছু করতে যাবেন না । আজ বন্ধুর কাছ থেকে কিছু উপকার পেতে পারেন ।




কর্কট

উচ্চ বা নিম্ন বিদ্যায় কোনও বাধা আসতে পারে । জ্যোতিষ চর্চায় অগ্রগতি । যানবাহন চালকদের সময়টা শুভ । আইন সংক্রান্ত কোনও ব্যাপারে জড়িয়ে পড়তে পারেন ।




সিংহ

আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে । অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে । পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে ।




কন্যা

আজ বাড়িতে ভাল কোনও খবর আসতে পারে । অসৎ বুদ্ধির কোনও লোক আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে । বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন । কোনও চিন্তা আজ সারা দিন ভোগাবে ।




তুলা

আজ বন্ধুকে বেশি বিশ্বাস করলে অসুবিধা হতে পারে । নিজের বাক্যের দ্বারা অন্যকে প্রভাবিত করতে সক্ষম হতে পারেন। প্রেমে ভুল বোঝাবুঝি বাড়তে পারে । তুচ্ছ কোনও কারণে বড় ভ্রমণ ব্যর্থ ।




বৃশ্চিক

বাড়িতে সকলে খুব সতর্ক থাকুন, কোনও কিছু চুরি যেতে পারে । প্রিয়জনের বিষয়ে ভাল কিছু চিন্তা হতে পারে । নিজের বুদ্ধির জোরে শত্রুর মন জয় । শরীরে নতুন রোগ হতে পারে ।




ধনু

ব্যবসায় বা চাকরির কোনও রকম অসুবিধা নেই । আজ কারও কাছ থেকে খুব দামী কিছু প্রাপ্তি যোগ দেখা যাচ্ছে । সংসারে আচরণ সংযত করে চলুন । ভ্রমণের উদ্দেশ্য বাতিল করুন ।




মকর

ব্যবসার ক্ষেত্রে কর্মচারীর ব্যবহারে মনকষ্ট হতে পারে । সন্তানদের ভবিষ্যতের জন্য বিশেষ চিন্তা । দুরবস্থাযুক্ত ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে । নতুন বন্ধুত্ব না করাই শ্রেয় ।




কুম্ভ

আজ কোনও বিষয়ে আত্মীয়দের উপর ক্ষোভ সৃষ্টি হতে পারে । অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা । বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ হতে পারে । উচ্চশিক্ষায় অগ্রগতি ।




মীন

কর্মক্ষেত্রে সহকর্মীদের জন্য অশান্তি হতে পারে । অতিরিক্ত অর্থই অনর্থের মূল কারণ হতে পারে । পথে ঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা । সন্তানদের পড়াশোনায় অমনোযোগ । জ্যোতিষ শ্রী জয়দেব