মেষ
আজ কর্মস্থানে আপনি কাউকে বেশি বিশ্বাস করবেন না। কারণ বন্ধুদের কাছ থেকে শত্রুর মতো ব্যবহার পেতে পারেন। সন্তানদের কর্মে সাহায্য করতে হতে পারে। আপনার বহুমুখী প্রতিভা থাকলে সেটা দেখানোর সুযোগ আসতে পারে। বিষয়সম্পত্তি নিয়ে ভাই ভাই অশান্তি হতে পারে। স্ত্রীর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে কোনও সমস্যার সমাধান হতে পারে। চোখে হঠাৎ কোনও সমস্যা দেখা দিতে পারে।
বৃষ
কর্মস্থানে নিজেকে খুব অসহায় মনে হতে পারে। পরিবারে কারও কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। আপনার থেকে ছোট কারও সঙ্গে তর্ক বাধতে পারে। মনের মতো মানুষের দেখা পেতে পারেন। আজ গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা, বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে।
মিথুন
আজ সারা দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সাফল্যও আসবে। নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই মঙ্গলজনক। পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত। নিজের বুদ্ধিতে ব্যবসায় অগ্রগতির আভাস। আজ কোনও কাজই মনের মতো করা অসম্ভব। পুরনো পাওনা পেতে বেগ পেতে হবে। কর্মের জায়গায় হিসেব নিয়ে গণ্ডগোল হতে পারে। ফলে মানসিক দিকে চাপ থাকবে।
কর্কট
আজ বাড়ির বড় কারও চিকিৎসার জন্য ব্যবস্থা নিতে হতে পারে। বিজ্ঞান বিষয়ের ওপর চর্চায় ছাত্রছাত্রীদের অগ্রগতির যোগ আছে। সংসারের কোনও কারণে ধৈর্য হারালে অশান্তির সৃষ্টি হতে পারে। আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে।
সিংহ
আজ পরিবারের কারও ব্যবহারে আপনার ক্ষোভ সৃষ্টি হতে পারে। সারা দিন ব্যয়ের পরিমাণ বেশি থাকবে। শত্রুরা চক্রান্ত করতে পারে, তবে জিততে পারবে না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনার সম্ভাবনা। ব্যবসায় লাভের আশা রাখলে গুরুজনদের কথা মেনে চলতে হবে। আজ অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। হঠাৎ কারও কাছ থেকে মনের মতো খাবার পেতে পারেন। যুক্তিপুর্ণ আলোচনায় সম্মান প্রাপ্তি।
কন্যা
আজ কোনও স্থানে থেকে নিরাশ হয়ে ফিরতে হবে। বাড়িতে কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ বাধতে পারে। ব্যবসার দিকে খুব ভাল সুযোগ আসতে পরে। সমাজের কোনও কাজে ব্যস্ত থাকতে হতে পারে। বেকারদের চাকরির যোগ আসতে চলেছে। ব্যবসার দিকে ভাল ফল ও সঞ্চয় হতে পারে। শরীরে কোনও অংশে যন্ত্রণা নিয়ে কষ্ট পেতে হবে। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদের সম্ভাবনা। নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা।
তুলা
প্রণয়ে আসক্তি বাড়তে পারে। ব্যবসার জন্য ভাল সময়। সঞ্চয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। খেলাধুলায় জয় লাভ হবে। বাড়তি কোনও কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি হতে পারে। নীতি নিয়ে কোনও তর্ক হতে পারে। পিতার সঙ্গে সম্পত্তির ব্যাপারে বিবাদের সম্ভাবনা। অসৎ লোকের জন্য কোনও ক্ষতি হতে পারে। প্রেমে মান বাড়তে পারে। অর্থ ব্যাপারে একটু চাপ আসতে পারে।
বৃশ্চিক
আজ কর্মের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনে কষ্ট হতে পারে। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীত চর্চার দিকে নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভাল হবে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় পা দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে।
ধনু
কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ। নিজের বুদ্ধিতে আইনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। পড়ে গিয়ে দুর্ঘটনা হতে পারে। সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। আজ এমন কিছু কাজ করবেন, যা আপনার অজান্তেই ভবিষ্যতের জন্য ভাল হবে। কোনও কথা গোপন করা নিয়ে দাম্পত্য কলহ হতে পারে। আজ সারা দিন ব্যস্ততায় কাটবে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন, পুরনো কোনও রোগের উপশম হতে পারে। অতিরিক্ত ভাবনা আপনার ক্ষতি করবে।
মকর
আজ অতিরিক্ত খরচ হতে পারে। দাম্পত্য জীবনে শান্তির খোঁজ মিলবে। কারও বিপক্ষে কথা বলবেন না। শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমণে যেতে হতে পারে। কেনা বেচা করার জন্য দিনটি শুভ। খুব দরকারি কাজ থাকলে আজ করবেন না। বড়দের কথা আজ মেনে চলুন। আপনার কোমল স্বভাব আপনাকে অনেকের কাছে প্রিয় করে তুলবে। কোনও জায়গা থেকে সুসংবাদ আসতে পারে। প্রচুর দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বে। বিশ্বস্ত কেউ ঠকাবে।
কুম্ভ
কোনও কারণে কর্মে ব্যাঘাত ঘটতে পারে। অন্যের খরচে আপনার বাইরে যাওয়া হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ আজ না করাই শ্রেয়। সহকর্মীর সাহায্যে পদন্নোতির যোগ রয়েছে। মা বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা। ব্যবসায় উপার্জনের জায়গায় বাধা আসতে পারে। পেটের সমস্যায় ভোগান্তি বাড়তে পারে, সতর্ক থাকুন। অতিরিক্ত পরিশ্রম করার ফলে শারীরিক দুর্বলতা বৃদ্ধি।
মীন
নিজের মনের মতো কাজ না হলেও যেটা আসছে সেটা করাই ভাল। পরের বুদ্ধিতে কাজ করে আজ আপনি সমালোচনার পাত্র হতে পারেন। আত্মীয়দের সঙ্গে পুরনো ঝামেলা মিটে যেতে পারে। নিজের লক্ষ্যে স্থির থাকতে পারলে কর্মে উন্নতি হবে। বাতের যন্ত্রণায় ভোগান্তি। নতুন ভূমি বা বাসস্থান কেনার যোগ আছে। ভাল কাজ করতে গিয়ে অপমানিত হতে পারেন। নিকট কারও শরীর নিয়ে চিন্তা থাকবে।