দার্জিলিং: শনিবারের পর আজও অগ্নিগর্ভ পাহাড়। মোর্চা সমর্থকদের বিরুদ্ধে একাধিক সরকারি দফতরে আগুন দেওয়ার অভিযোগ। গতকাল রাতে কার্শিয়ঙের এসডিও, বিডিও অফিস, গৌরিগাঁওতে বন দফতরের কার্যালয়, মিরিকের থরবু চা বাগানের পুলিশ আউট পোস্টে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মোর্চা সমর্থকরা সুখিয়া পোখরির পুলিশ আউট পোস্টে হামলা চালায় বলে অভিযোগ। মোর্চার হামলায় ৪ জন পুলিশ কর্মী আহত হন। ওই আউট পোস্ট থেকে ৪টে রাইফেল লুঠ হয়েছে বলে দাবি পুলিশের। আজ সকালে সিংমারিতে সমীর গুরুঙ্গ ও সুরজ সুনদাসের দেহ নিয়ে মিছিল করেন মোর্চা সমর্থকরা। সিংমারি, চৌরাস্তা, চকবাজার হয়ে ফের সিংমারিতে ফেরে মিছিল। অপ্রীতিকর অবস্থা এড়াতে আজ পাহাড়ে সর্বত্র সেনা মোতায়েন করা হয়েছে। মিছিল থেকে পুলিশের বিরুদ্ধে মোর্চা সমর্থকরা স্লোগান দেন। দলের সাধারণ সম্পাদক রোশন গিরি অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি করেছেন।
ফের অগ্নিগর্ভ পাহাড়, বহু সরকারি দফতরে আগুন ধরিয়ে দিল মোর্চা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jul 2017 04:30 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -