কলকাতা: চলে গেলেন অভিনেত্রী সুমিতা সান্যাল। বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন টলিউড-বলিউডের এই বিশিষ্ট অভিনেত্রী।
রবিবার সকালে লেক গার্ডেন্সে বাড়িতেই জীবনাবসান হয় তাঁর। সুমিতা সান্যালের মৃত্যুতে অভিনয় জগতে শোকের ছায়া। অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় বলেন, ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক ছিল। প্রকৃতির নিয়মে চলে যেতে হয়। অভিনেতা সন্তু মুখোপাধ্যায় বলেন, দীর্ঘদিন কাজ করেছি। কাটানো মুহূর্তগুলো স্মৃতির মণিকোটায় থাকবে।






মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুমিতা সান্যালের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। সুমিতা সান্যালের বাসভবনে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। বলেন, অপূরণীয় ক্ষতি হল। শোকপ্রকাশ করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও।
১৯৪৫-এ দার্জিলিঙে জন্ম সুমিতার। ‘খোকাবাবুর প্রত্যাবর্তন’-এর হাত ধরে চলচ্চিত্র জগতে প্রবেশ। অভিনয় করেছেন সত্যজিৎ রায়ের ‘নায়ক’ চলচিত্রে।
দিলীপ কুমারের বিপরীতে ‘সাগিনা মাহাতো’, ‘আনন্দ’-এ অমিতাভ বচ্চনের সঙ্গে সুমিতার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ‘আশীর্বাদ’, ‘গুড্ডি’, ‘মেরে আপনে’র মতো হিন্দি ছবি, ‘দিনান্তের আলো’, ‘সুরের আগুন’, ‘কাল তুমি আলেয়া’র মতো বাংলা ছবিতে সুমিতা সান্যালের অভিনয় মনে রাখার মতো