বর্ধমান: নোট বাতিলের পর চাষের কাজে কতটা সমস্যা হচ্ছে দেখতে গিয়ে চাষীদেরই ক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধি দল। বর্ধমানের ভাতারের ঘটনা। আজ দুপুর একটা নাগাদ ভাতারের  সাহেবগঞ্জ এক নম্বর আঞ্চলিক কৃষি সমবায় সমিতির কার্যালয়ে যান প্রতিনিধি দলের সদস্যরা। সেখানেই তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান কৃষকরা। তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তে চাষের প্রবল ক্ষতি হয়েছে। অনেকেই মাঠ থেকে ফসল তুলতে পারছেন না। আগে তোলা ফসলও বিক্রি করতে পারছেন না কেউ কেউ। সকলেই সংসার চালাতে সমস্যায় পড়েছেন। প্রায় ঘণ্টা খানেক সেখানে থাকার পর বেরিয়ে যান প্রতিনিধি দলের সদস্যরা। এর আগে সকাল ১১ টা নাগাদ বর্ধমানে পৌঁছে জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দলের সদস্যা।