নোট বাতিল: এটিএম রিক্যালিব্রেশন সম্পূর্ণ হতে আরও ১০ দিন, রাজ্যকে জানাল আরবিআই
Web Desk, ABP Ananda | 23 Nov 2016 05:22 PM (IST)
কলকাতা: পশ্চিমবঙ্গের সমস্ত এটিএমের ‘রিক্যালিব্রেশন’ প্রক্রিয়া সম্পূর্ণ হতে আরও দিন দশেক সময় লাগতে পারে বলে রাজ্য সরকারকে জানাল রিজার্ভ ব্যাঙ্ক। নোট বাতিলের পর চারদিকে নগদের হাহাকার পড়ে গিয়েছে। ব্যাঙ্কে দীর্ঘ লাইন দিয়েও অনেকে টাকা পাচ্ছেন না। এমতাবস্থায় রিক্যালিব্রেশন না হওয়ায় এটিএমের পরিষেবাও ব্যাহত হচ্ছে। সাধারাণ মানুষের হয়রানি নিয়ে আরবিআই-এর কাছে মমতা প্রশাসন জানতে চায়, যে রাজ্যের সব এটিএমগুলির রিক্যালিব্রেশন কবে নাগাদ শেষ হবে? জবাবে, শীর্ষ ব্যাঙ্কের তরফে জানানো হয়, এখনও পর্যন্ত মাত্র ৩০ শতাংশ এটিএমে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গোটা রাজ্যে এই রিক্যালিব্রেশন শেষ হতে আরও ১০ দিন লাগতে পারে। জানা গিয়ছে, এদিন আরবিআই ও বিভিন্ন ব্যাঙ্কের শীর্ষ কর্তাদের সঙ্গে এদিন বৈঠক করেন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। সেখানে, উপস্থিত ছিলেন আরবিআই-এর রিজিওনাল ডিরেক্টর, শীর্ষ ব্যাঙ্কের নগদ বণ্টন বিভাগের প্রধান, বিভিন্ন ব্যাঙ্কের প্রধান ও নাবার্ড এবং রাজ্য প্রশাসনের কর্তাব্যক্তিরা। বৈঠকে শীর্ষ ব্যাঙ্ককে মমতা প্রশাসন জানায়, তারা গোটা রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখেছে, আর তা কোথাও স্বাভাবিক নয়। রাজ্য প্রসাশনের এক সূত্র জানিয়েছেন, গ্রামাঞ্চলে বেশি সমস্যা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের এক প্রতিনিধিদল সম্প্রতি হুগলি, বর্ধমান সহ অন্যান্য জেলায় গিয়ে এই পরিসংখ্যান তুলে ধরেছেন। তিনি আরও জানান, রাজ্যের তরফে শীর্ষ ব্যাঙ্ককে আরও বেশি পরিমাণে নতুন ৫০০ টাকার নোট বণ্টন করতে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে প্রায় ১০ হাজারের মত এটিএম রয়েছে। এরমধ্যে প্রায় সাড়ে তিন হাজার এটিএম স্টেট ব্যাঙ্কের। এছাড়া অ্যাক্সিস, এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাঙ্ক মিলিয়ে আরও ৫ হাজার এটিএম রয়েছে। বাকিগুলি অন্যান্য ব্যাঙ্কের।