কলকাতা ও জলপাইগুড়ি: ক্রমশ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্মচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্মচাপে পরিণত হয়েছে এবং তার শক্তি আরও বাড়ছে। আগামী ২৪ ঘণ্টায় তা ঘুর্ণিঝড়ে পরিণত হতে পারে। নিম্মচাপটি অন্ধ উপকুল হয়ে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে চলে যেতে পারে মায়ানমারে। যার জেরে আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকুলবর্তী এলাকায় মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা।
এদিকে গত কয়েক দিন ধরে উত্তরবঙ্গে তরাই ও ডুয়ার্সে লাগাতার বৃষ্টি হচ্ছে। ফলে তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। যার জেরে প্লাবিত জলপাইগুড়ির ময়নাগুড়ির বাসুশুবা এলাকা। গৃহহীন প্রায় ৬০০ পরিবার। ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জলপাইগুড়ির নগরবেরুবাডি ও দক্ষিণ বেরুবাডি গ্রাম পঞ্চায়েত এলাকায়। আহত চারজন।
শক্তি বাড়ছে নিম্নচাপের, রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কবার্তা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 May 2016 04:24 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -