কলকাতা: হলদিয়ায় নরেন্দ্র মোদির সভার আগে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র ট্যুইটে অভিনেতা দেবকে ঘিরে তৈরি হল জল্পনা। সৌমিত্র খাঁ ট্যুইটারে লেখেন, মোদির সাথে একই মঞ্চে থাকবেন দেব। শোরগোল রাজ্য রাজনীতিতে। যদিও, পাল্টা ট্যুইট করে দেব জানিয়েছেন, ওই অনুষ্ঠানে তিনি থাকতে পারবেন না।


তৃণমূল সাংসদকে নিয়ে জল্পনা ভাসিয়ে দিলেন বিজেপি সাংসদ। সঙ্গে সঙ্গে তা খারিজ করলেন তৃণমূল সাংসদ। তবে রাজনৈতিক বাগযুদ্ধের আবহেও দু’জনের ট্যুইট-বিনিময়ে আগাগোড়া বজায় রইল সৌজন্য।



কথা হচ্ছে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং তৃণমূল সাংসদ দেবের।
একসময়ে দু’জনেই ছিলেন তৃণমূলে। কিন্তু, এখন সৌমিত্র বিজেপির সাংসদ, দেব তৃণমূলের। কিন্তু, বুধবার সৌমিত্র খাঁ হঠাৎ ট্যুইট করেন, ' হলদিয়ায় মোদির সাথে একই মঞ্চে থাকবেন দেব আর শিশির অধিকারী! শোরগোল রাজ্য রাজনীতিতে।'

রাজ্য রাজনীতিতে এখন দলবদল প্রায় রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে সৌমিত্র খাঁর ট্যুইট নিয়ে শুরু হয়ে যায় জল্পনা। ৭ তারিখ হলদিয়ায় প্রথমে সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন নরেন্দ্র মোদি। তারপর একটি দলীয় জনসভা করবেন তিনি।

সৌমিত্র খাঁ-র ট্যুইটের পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করে, তিনি কোন সভামঞ্চে দেবের থাকার কথা বলছেন? কিন্তু, কিছুক্ষণের মধ্যেই তৃণমূল সাংসদ দেব ট্যুইট করেন, ' প্রিয় সৌমিত্র, তোমার সফর এবং কৃতিত্ব দেখে গর্ববোধ করি।
এই অনুষ্ঠানে থাকতে পারব না বলে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে এই আমন্ত্রণ পেয়ে আমি আপ্লুত। রাজনৈতিক মতাদর্শ যাই হোক, শ্রদ্ধা ও ভালবাসায় আমার কাছে তুমি বিশেষ জায়গায় থাকবে।'

এর উত্তরে সৌমিত্র খাঁ আবার ট্যুইট করেন, '' তোমার মতো হিরোকে আমার বেশ পছন্দ। আমি একটা নিউজ সাইটে দেখলাম আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সরকারি অনুষ্ঠানে থাকবেন। দেখে ভালো লাগলো। মনে করলাম অন্য তৃনমূল নেতাদের থেকে আপনি আলাদা। যাই হোক ভালো থাকবেন। নতুন ছবি বাংলার দর্শকদের উপহার দেবেন। ''

রাজনীতিতে আসার আগে থেকেই দেব তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তৃণমূল ক্ষমতায় আসার পর ব্রিগেডে একুশে জুলাইয়ের সমাবেশে দেখা গিয়েছিল তাঁকে।এরপর ২০১৪ এবং ২০১৯-এর লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে ঘাটাল থেকে জেতেন তিনি। ভবিষ্যতের স্ক্রিপ্টে কী রয়েছে, তা বোঝা যাবে সময়ের সঙ্গে সঙ্গেই।