শিলিগুড়ি: বৃহস্পতিবার দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রিপোর্ট দিয়েছেন রাজ্যপাল। আর এই প্রেক্ষাপটে রবিবার রাষ্ট্রপতি শাসন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল জগদীপ ধনকড়ের গলায়।


দার্জিলিং ওঠার আগে শিলিগুড়িতে বসে রাজ্যপাল জগদীপ ধনকড় বলেছেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে ভেঙে পড়েছে। তবে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে রাজ্যপাল হিসেবে কোনও ব্যক্তিগত মতামত দিতে পারি না। সংবিধানে এ নিয়ে বলা আছে। এখানকার পরিস্থিতি নিয়ে সবকিছু আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি।' রাজ্যপালের কথার পরই পাল্টা উত্তর দিতে দেরি করেনি রাজ্যের শাসকদল। দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, ‘ভয় দেখানোর চেষ্টা করছেন। রাজ্যপালের প্রকাশ্য বিবৃতি দেওয়ার কোনও অধিকারই নেই।'

পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেছেন, ‘রাজ্যপাল অমিত শাহকে রিপোর্ট জমা দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন এ রাজ্যের আইনশৃঙ্খলা ঠিক নেই।‘শুধুমাত্র আইনশৃঙ্খলার অবনতির কথা বলে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় না বলে দাবি করেছে কংগ্রেস। রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যের মতে, ‘আমার মনে হচ্ছে উনি স্বরাষ্ট্রমন্ত্রকের রিপোর্টে দিয়েছেন যাতে কেন্দ্র রাষ্ট্রপতি শাসনের দিকে এগোতে পারে। যদি সাংবিধানিক সঙ্কট তৈরি না হয়, তাহলে শুধুমত্র আইনশৃঙ্খলার অবনতি দেখিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা যাবে না।

দার্জিলিঙের জেলাশাসক, পুলিশ সুপার-সহ রাজ্যের আমলাদের একাংশের বিরুদ্ধেও এদিন শাসকদলের হয়ে কাজ করার অভিযোগে সরব হন রাজ্যপাল। তাঁর সাফ কথা, ‘আগুন নিয়ে খেলবেন না। পুলিশের কাজ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা। দার্জিলিঙের এসপি ডিএম কী ক্যাডার হিসেবে কাজ করছেন? বিমল গুরুঙ্গ এখনও কেন গ্রেফতার হল না? বিমল গুরুঙ্গকে কখনও কেন্দ্র আবার কখনও রাজ্য আশ্রয় দিয়েছে। রাজ্য কি করছে জানি। কেন্দ্র কী করছে জানি না। মেদিনীপুরের এসপি রিপোর্ট দিয়েছে।' যে অভিযোগেরও পাল্টা দিয়ে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, ‘রাজ্যপাল এই ধরনের কথা এসপি ডিএমদের বলতে পারেন না। একথা বলছেন কারণ তাঁর সম্মানবোধ নেই। ওরা তো আইপিএস, আইএএস। ওদের সম্পর্কে বলার এক্তিয়ার কে দিল?'

এদিন ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমালোচনা করতে ছাড়েননি রাজ্যপাল। জগদীপ ধনকড় বলেছেন, ‘পশ্চিমবঙ্গে নির্বাচন হয় না। জনগণ ভোট দিতে পারে না। আতঙ্ক তৈরি হয়।' যে জন্য তাঁর দিকে ছুটে এসেছে তীব্র কটাক্ষও। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, ‘নির্লজ্জ দালালি করছেন।' রবিবার থেকে শুরু হল রাজ্যপালের একমাসের পাহাড় সফর। তবে তিনি যে শুধু রাজভবনে বসে থাকবেন না, সেটাও এদিন পরিষ্কার করে দিয়েছেন ধনকড়।