কলকাতা: বীরভূমে 'চায়ে পে চর্চা'য় আবারও রাজ্য সরকারকে তুলোধনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মিম থেকে বাংলা থেকে জঙ্গি ধরা পড়া, তাঁর বক্তব্য থেকে বাদ গেল না কিছুই।

দিলীপ ঘোষের হুঙ্কার,  রাজ্যের একাধিক জায়গায় বিস্ফোরণ হচ্ছে। বীরভূমে তো অশান্তি লেগেই আছে। অন্যান্য রাজ্য থেকে জঙ্গিরা এসে আশ্রয় নিচ্ছে এ-রাজ্যে। অভিযোগ তাঁর। এরপর আরও এক ধাপ উঠে দিলীপ বলেন, 'পশ্চিমবঙ্গ দ্বিতীয় কাশ্মীর হয়ে গিয়েছে। বোমা তৈরি হচ্ছে, উগ্রপন্থী ধরা পড়ছে।'

বীরভূমের সিউড়িতে চা-চক্রে দিলীপের বিস্ফোরক মন্তব্য এখানেই শেষ নয়। তিনি বলেন, এই রাজ্য জঙ্গিদের সেফ-শেল্টার হয়ে গেছে।

এর উত্তরে তৃণমূলের প্রবীণ নেতা সৌগত রায় বলেন, 'দিলীপ ঘোষ তো কঙ্গনা রানাউতের মতো কথা বলছেন! কঙ্গনা বলেছিলেন মুম্বই পাক অধিকৃত কাশ্মীরের মতো হয়ে গেছে। আর উনি বলছেন পশ্চিমবঙ্গ কাশ্মীরের মতো। তাহলে, যান, কাশ্মীরেই থাকুন!'

সম্প্রতি বিহার বিধানসভা ভোটে  পাঁচটি আসন জেতার পর, আসাদউদ্দিন ওয়েইসি বলেন, মিমের পরের লক্ষ্য পশ্চিমবঙ্গ। সেখানেও ‘বিজেপি-কে হারানো’র কথা বলে ভোট প্রচার করা হবে বলে দাবি করেন তিনি।

সেখানে ওয়াকিবহাল মহলের একাংশ অভিযোগ করে, ওয়েইসি বিজেপির বি টিম। বিরোধী ভোট কেটে সুবিধে করে দিতেই তাদের ময়দানে নামা।

কিন্তু দিলীপ ঘোষ দাবি করেন, 'মিম এবং তৃণমূলের আদর্শ এক। তাই মিমের নেতারা যোগ দিচ্ছেন তৃণমূলে। এতেই স্পষ্ট, কে কার বি-টিম।'

রাজ্যে পালাবদলের লক্ষ্যে নানুর থেকে নন্দীগ্রাম অভিযানের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা একুশের নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যে নন্দীগ্রাম থেকে নানুর অভিযানের ডাক দিচ্ছি। মন্তব্য দিলীপ ঘোষের।