মুর্শিদাবাদ: সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হল মুর্শিদাবাদের দৌলতাবাদ!ঝরে গেল বহু তরতাজা প্রাণ! কেউ আবার ফিরে এলেন মৃত্যুমুখ থেকে!কিন্তু কীভাবে ঘটল এই বাস দুর্ঘটনা?
অভিশপ্ত বাসের যাত্রীদের বয়ান থেকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য! যাত্রীদের একাংশের দাবি, বাস চালানোর সময় ফোনে কথা বলছিলেন সরকারি বাসের চালক। ডান হাতে ছিল মোবাইল ফোন, আর বাঁ হাতে স্টিয়ারিং!
এমন সময়ে বাসটি নলিনী বাস্কে সেতুতে ওঠে! যাত্রীদের দাবি, সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাঁ দিকের রেলিংয়ে সজোরে ধাক্কা মারে বাসটি! ভেঙে যায় কংক্রিটের রেলিং!
প্রায় ষাট জন যাত্রীকে নিয়ে বাস পড়ে যায় বেশ কিছুটা নীচে! গোবরা খালের জলে!
যদিও পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, কুয়াশার কারণে দৃশ্যমানতা অনেক কম ছিল। সামনে থেকে আসা একটি ট্রাককে বাঁচাতে গিয়ে যাত্রিবাহী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
বাস দুর্ঘটনার আসল কারণ জানতে, তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।