জলপাইগুড়ি:  মত্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে চড় মেরেছিলেন স্বামী! সেই অভিমানে নিজের সন্তানকে বিষ খাইয়ে ‘আত্মঘাতী’ মা। এমনটাই দাবি পরিবারের। জলপাইগুড়ির রায়পুর চাবাগানের ঘটনা। অকালে ঝড়ে গেল আরও এক বধূর প্রাণ। মৃতের নাম সুলেখা বরাইক, বয়স ২৭। হাসপাতালে ভর্তি ৩ বছরের শিশুপুত্র। পরিবারের দাবি, বৃহস্পতিবার স্বামীর মারধরের পর ভেঙে পড়েছিলেন সুলেখা। মানসিক অবসাদে ভুগছিলেন। তার জেরেই চরম সিদ্ধান্ত।