আসলে করোনাভাইরাস মহামারীতে জনজীবন বিপর্যস্ত। চেনা পৃথিবীটা বদলে গিয়েছে। আতঙ্কিত মানুষ করোনার বিপদ নির্মূল হওযার প্রার্থনা করছেন। সেই ভাবনার প্রতিফলন ঘটেছে প্রতিমার রূপায়ণে।
এই প্রতিমার প্রশংসা করেছেন কংগ্রেস সাংসদ শশী তারুরও। তিনি এর ছবি শেয়ার করেছেন ট্যুইটারে।
করোনা মহামারী ছড়িয়ে পড়ার পর চিকিৎসক ও চিকিৎসাকর্মীদের ভূমিকা বিশেষভাবে নজর কেড়েছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী যোদ্ধা তাঁরাই। সাদা কোট পরা চিকিৎসকদের এই সংকটকালে ত্রাতার ভূমিকায় দেখা হচ্ছে। দেবীর দুর্গার এই প্রতিমা রূপায়নে সেই ভাবনারই প্রতিফলন ঘটল। এখানে দেবীর পরনে গোলাপী রঙের শাড়ি ও সাদা ল্যাব অ্যাপ্রন। গলায় স্টেথোস্কোপ। দেবীকে ত্রিশূলের আদলে ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে মহিষাসুরকে বধ করতে দেখা যাচ্ছে। অসুরের মাথা করোনাভাইরাসের আদলে।
দেবীর পুত্র কন্যাদেরও প্রতিমাও করোনার বিরুদ্ধে সামনের সারির যোদ্ধার আদলে তৈরি করা হয়েছে।