দুর্গাপুর;  যুদ্ধকালীন তৎপরতায় ২ দিনের মধ্যেই দুর্গাপুর ব্যারেজের ১ নম্বর লক গেটের ক্ষতিগ্রস্ত অংশের মেরামতির কাজ শেষ করল সেচ দফতর। দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে মাইথন ব্যারেজ থেকে হাজার কিউসেক জল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে এই জল ব্যারেজের জলাধারে এসে পৌঁছবে।

সেচ আধিকারিকদের দাবি, জলাধারের একটি নির্দিষ্ট অংশ পর্যন্ত ভর্তি হওয়ার পর, একটি ফ্লোটিং গেট মেরামত করা গেটটির কাছে নিয়ে আসা হবে। জলের চাপে যাতে কোনও ভাবেই সদ্য মেরামত হওয়া গেট না ভেঙে যায় তার জন্যই ২টি গেট দিয়ে জল প্রবাহ বন্ধ রাখা হচ্ছে। পাশাপাশি, জলাধারের একটি নির্দিষ্ট অংশ পর্যন্ত ভর্তি হওয়ার পর ফিডার ক্যানেল দিয়ে সরবরাহ করা হবে জল। বিকেলের মধ্যে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের জল সঙ্কট স্বাভাবিক হবে বলে দাবি জেলা প্রশাসন ও সেচ দফতরের।