সোশ্যাল মিডিয়ায় কলেজছাত্রীকে কুপ্রস্তাব, প্রতিবাদ করলে সুপার ইম্পোজ করা আপত্তিকর ছবি আপলোডের হুমকি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Jul 2017 09:47 AM (IST)
NEXT
PREV
দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে কলেজছাত্রীকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। প্রতিবাদ জানালে আপত্তিকর ছবিতে ছাত্রীর মুখ সুপার ইম্পোজ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর স্টিল টাউনশিপ এলাকায়। দুর্গাপুরের বাসিন্দা দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর দাবি, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁর সঙ্গে আলাপ করেন। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় যৌন উত্তেজক কথা বলার জন্য ওই ছাত্রীকে চাপ দিতে শুরু করেন ওই ব্যক্তি। প্রতিবাদ জানালে, ছাত্রীর ছবি সুপার ইম্পোজ করে আপত্তিকর ছবির সঙ্গে জুড়ে দেওয়ার হুমকিও দেন ওই ব্যক্তি। গতকাল রাতে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের সাইবার অপরাধদমন শাখায় অভিযোগ দায়ের করেন ছাত্রী। অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমেছে পুলিশ।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -