কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: সেনাকর্মীর বাড়িতে চুরি। বেশ কয়েক হাজার টাকা ও প্রয়োজনীয় জিনিস নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারে। ভাতারের রামকৃষ্ণ পল্লী এলাকায় এই ঘটনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, কুড়ি ভরি সোনা সহ ৩০ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। জানা গিয়েছে যে সেই দিন বাড়িতে ছিল না কেউই। আর তারই সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। জানা গিয়েছে ওই সেনা কর্মীর নাম স্নেহাংসু ঘোষ। তিনি বর্তমানে ভারত-চীন সীমান্তে কর্মরত রয়েছেন। স্নেহাংশু পূর্ব বর্ধমানে না থাকলেও তাঁর বাড়িতে থাকেন তাঁর স্ত্রী ও দুই মেয়ে। ঘটনার সময় স্ত্রী তাপসী ঘোষ তাঁর বাবার বা়িচে গিয়েছিলেন। সেখানে পুজো ছিল। সেই পুজো দেখতেই গিয়েছিলেন তাপসী। তখন বাড়ি পুরো ফাঁকা ছিল। সেই সুযোগই কাজে লাগায় দুষ্কৃতীরা। ফাঁকা বাড়ি দেখে রাতে তালা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। এরপর সর্বস্ব লুট করে নেয়। তখন পাড়ার কেউই কিছু বুঝতে পারেনি। পরের দিন সকালে তাপসী ঘোষকে তাঁর প্রতিবেশী ফোন করে জানান যে তাঁর বাড়ির দরজার তালা ভাঙা। সঙ্গে সঙ্গে তাপসী ঘোষ বাড়ি ফিরে আসে। এসে দেখেন ঘর পুরো লণ্ডভণ্ড হয়ে আছে। সর্বস্ব লুট করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। পুলিশের কাছে এরপরই চুরির অভিযোগ জানানো হয়। জানা গিয়েছে, বাড়িতে কুড়ি ভরি সোনা ও টাকা ছাড়াও কিছু

  দামি শাড়ি ও আসবাবপত্র ছিল। যা নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে ভাতার থানার পুলিশ।