বিডিওকে ‘মারধর’, ওড়িশা থেকে গ্রেফতার তৃণমূল নেতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Apr 2016 03:23 PM (IST)
পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিডিওকে মারধরের ঘটনায় ওড়িশা থেকে গ্রেফতার তৃণমূল নেতা। গতকাল কটক থেকে মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপ প্রধান নান্টু প্রধানকে গ্রেফতার করে পুলিশ। মাসদুয়েক আগে ভগবানপুরের বিডিও অফিস ভাঙচুর ও বিডিওকে মারধরের ঘটনায় নাম জড়ায় তৃণমূল উপ প্রধান নান্টু প্রধানের। তারপর থেকেই ফেরার ছিল সে। চিকিত্সার নাম করে তৃণমূল নেতা হাসপাতালে আশ্রয় নিয়েছে বলে সম্প্রতি খবর মেলে। পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে এর আগেও অ্যাম্বুল্যান্সে করে অস্ত্র পাচার ও পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন লাগানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে।