নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের প্রায় ৫০টি পরিবারের ২০০ জন কর্মী যোগ দিলেন বিজেপিতে।  তাঁদের মধ্যে দেড়শো জন তৃণমূলের। ঘটনায় উচ্ছ্বসিত বিজেপি। আমল দিতে নারাজ তৃণমূল।

নন্দীগ্রামের জমি আন্দোলনই রাজ্যে তৃণমূলের ক্ষমতার অলিন্দে পৌঁছনোর অন্যতম সিঁড়ি। সেই নন্দীগ্রাম থেকেই প্রায় ১৫০ জন তৃণমূল কর্মী রবিবার যোগ দিলেন বিজেপিতে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক ৫০টি পরিবারের প্রায় ২০০ জন এদিন বিজেপিতে যোগ দেন। তাঁদের মধ্যে প্রায় ১৫০ জনই তৃণমূলের।

দলত্যাগী এক তৃণমূল কর্মীর দাবি, রাজ্যের শাসকদলের দুর্নীতি নিয়ে একাধিকবার অভিযোগ জানালেও কোনও প্রতিকার হয়নি। তাই তাঁরা বিজেপিতে যোগ দিয়েছেন। এই দলবদলে উচ্ছ্বসিত গেরুয়া শিবির। তবে এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষতিপূরণ নিয়ে নন্দীগ্রামের ১ ও  ২ নম্বর ব্লকে ভুরি ভুরি অভিযোগ ওঠে। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে প্রতিবাদ হয়। এমনকী নন্দীগ্রামের কেন্দামারি জালপাই গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচনকে ঘিরেও রাজ্যের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। যা নিয়ে দল যথেষ্ট বিব্রত। পর্যবেক্ষকদের মতে, এই পরিস্থিতিতে নন্দীগ্রামে প্রায় ১৫০ জনের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট তাত্‍পর্যপূর্ণ।