কলকাতা: রোজভ্যালিকাণ্ডে এবার ইডির নজরে গৌতম কুণ্ডুর স্বর্ণ বিপণি! বাগুইআটি, গড়িয়াহাট ও হাওড়া ময়দানে সংস্থার ৩টি শাখায় একযোগে তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের!
ইডি সূত্রে খবর, গোয়েন্দারা জানতে চান, স্বর্ণ ব্যবসায় কত টাকা লগ্নি করেছিলেন রোজভ্যালি কর্তা? কোথায় কোথায় সংস্থার অ্যাকাউন্ট আছে? সেই সব অ্যাকাউন্টে কত টাকা রয়েছে?
বাগুইআটিতে এদিন সংস্থার অফিসে তল্লাশিতে ছিলেন খোদ ইডির জয়েন্ট ডিরেক্টর। সূত্রের খবর, গৌতম কুণ্ডুর স্বর্ণ ব্যবসা দেখভাল করতেন তাঁর স্ত্রী শুভ্রা কুণ্ডু এবং হিসাবরক্ষক মিতা চৌধুরী। দু’জনকেই জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর।
অন্যদিকে, সারদাকাণ্ডে রাজ্য পুলিশের ডিজিকে সম্প্রতি চিঠি দিয়েছে সিবিআই। সূত্রের খবর, সারদায় পুলিশ ও সিআইডির তদন্তে যে সব নথি মিলেছিল, তা এখনও কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে আসেনি।
সূত্রের দাবি, তদন্ত সংক্রান্ত সেই সব নথি যাতে সিবিআই পায়, সে ব্যাপারে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজিকে।