কলকাতা: নারদ স্টিং অপারেশন মামলায় ম্যাথ্যু ম্যামুয়েলকে সমন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি-র।১৮ তারিখ ইডি দফতরে হাজিরার নির্দেশ। কলকাতার ইডি দফতরে ম্যাথ্যুকে আসতে বলা হয়েছে।নারদে ইতিমধ্যেই তৃণমূল নেতাদের বিরুদ্ধে মামলা করেছে ইডি।

নারদ নিউজের সিইও ওই স্টিং অপারেশন চালিয়েছিলেন। স্টিং অপারেশনের যে ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছে, তাতে তৃণমূল নেতাদের এবং পুলিশের এক পদস্থ আধিকারিককে ঘুষ নিতে দেখা গিয়েছে। ঘটনায় আদালতের নির্দেশ সিবিআই তদন্ত চলছে।

পাশাপাশি তদন্তে নেমেছে ইডি-ও।

সূত্রের খবর, ইডি ম্যাথুকে জিজ্ঞাসাবাদ করে জানতে চায়, স্টিং অপারেশনের জন্য টাকা তিনি কোথা থেকে পেয়েছেন? কেন নেতাদের টাকা দিয়েছিলেন ম্যাথ্যু? কত টাকাই বা দিয়েছিলেন তিনি।

বয়ান রেকর্ডের জন্য তৃণমূল নেতাদেরও তলব করা হবে বলে সূত্রের খবর।