কলকাতা: কলকাতা পুরসভা ও প্রাণী সম্পদ বিকাশ দফতরের প্রাথমিক রিপোর্ট মিলেছিল আগেই। এবার ডিম নিয়ে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। বুধবার নবান্ন থেকে জারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যে কোনও প্লাস্টিকের ডিম নেই।
রাজ্যের দাবি, কলকাতার বিভিন্ন বাজার থেকে বাজেয়াপ্ত করা ৩৮টি ডিমের ২২ ধরনের পরীক্ষা হয়। এরমধ্যে রয়েছে ডিমের ফিজিক্যাল টেস্ট, কুসুমের গুণগত মান পরীক্ষা, ফ্যাটি অ্যাসিড টেস্ট এবং প্রোটিন টেস্ট। এমনকি করা হয়েছে ডিমের ডিএনএ টেস্টও।
সব পরীক্ষাতেই সাফল্যের সঙ্গে উত্তীর্ণ রাজ্যের ডিম। এর আগে, ৩০ মার্চ প্লাস্টিক ডিম নিয়ে অভিযোগ তোলেন তিলজলার বাসিন্দা অনিতা কুমার। এরপর থেকে কখনও বর্ধমান, কখনও শিলিগুড়ি-সহ রাজ্যের একাধিক জায়গায় প্লাস্টিকের ডিম নিয়ে গুজব ছড়ায়।
প্লাস্টিকের ডিম নিয়ে গুজব ছড়ানো প্রসঙ্গে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, গুজবে কান দিতে দেব না। প্লাস্টিক ডিমে খরচ বেশি। কেন বেশি খরচের প্লাস্টিক ডিম বিক্রি করবে? গণেশও একসময় দুধ খেয়েছে। সেরকম কেউ দুধ খেয়ে নেয়নি তো? ডাল মে কুছ কালা তো নেহি হ্যা? বাংলার ডিম স্বাভাবিক। প্রচুর ডিম খান।
নবান্ন সূত্রে খবর, ডিম নিয়ে আতঙ্ক কাটাতে খুব তাড়াতাড়ি বিজ্ঞাপনও দেওয়া হবে।
বাংলার ডিম সম্পূর্ণ নিরাপদ, বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা রাজ্যের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Apr 2017 09:29 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -