সেলফি তুলতে গিয়ে অজয় নদে তলিয়ে গেলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া
Web Desk, ABP Ananda | 04 Sep 2016 05:55 PM (IST)
সেলফির বলি ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। আজ দুপুরে অজয় নদের ধারে সেলফি তুলতে গিয়ে অরিত্র গঙ্গোপাধ্যায় নামে দুর্গাপুর বিসি রায় ইঞ্জিনিয়ার কলেজের এক ছাত্র তলিয়ে যায় বলে পুলিশ সূত্রে খবর। প্রতক্ষ্যদর্শীদের দাবি, অরিত্র তিন বন্ধুর সঙ্গে অজয় নদের ধারে ঘুরতে গিয়েছিল। সেলফি তুলতে গিয়ে পা হড়কে জলে পড়ে যায় অরিত্র। বিপর্যয় মোকাবিলা দফতর কাজ শুরু করলেও তার দেহ উদ্ধার করা যায়নি। সূত্রের খবর, চন্দননগরের বাসিন্দা অরিত্র চিত্তরঞ্জনে এক বন্ধুর বাড়িতে বেড়াতে এসেছিল। সেখান থেকেই দুই বন্ধুর সঙ্গে আসে অজয় নদে।