উত্তর ২৪ পরগনা: পঞ্চায়েত ভোটের টিকিট বিলিকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। উত্তর ২৪ পরগনার গাইঘাটা ব্লকে বিজেপি নেতার বাড়িতে হামলা, ভাঙচুর, লুঠপাট, পরিবারের সদস্যদের গালিগালাজের অভিযোগ। পাল্টা মারধরের অভিযোগ বিরুদ্ধ গোষ্ঠীর এক সদস্যকে। গাইঘাটায় বিজেপির মণ্ডল সভাপতি চন্দ্রকান্ত দাস সিপিএম থেকে আসা এক মহিলাকে টিকিট দেন। অভিযোগ, তার জেরে গতকাল তাঁর বাড়িতে হামলা চালায় বিজেপি কর্মীরা। ভাঙচুর, লুঠপাট চলে। পরিবারের সদস্যদের গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এরপর চাঁদপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে এক বিজেপি কর্মীকে মারধরের পাল্টা অভিযোগ ওঠে মণ্ডল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। আহত ওই বিজেপি কর্মী। গাইঘাটা থানায় দু'পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।