বারাসত: ফের পুলিশের জালে ‘জাল’ চিকিৎ‍সক। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার স্বরূপনগর। অভিযুক্ত আমির হোসেন গাজিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, স্বরূপনগরের ভাদুড়িয়ার বাসিন্দা বছর বাইশের সৌমেন বৈদ্য কয়েক দিন আগে জ্বর নিয়ে ভর্তি হন বারাসত সদর হাসপাতালে। শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি বাড়ি চলে আসেন। কিন্তু বাড়িতে এসে আবার শরীর খারাপ হয়। তখন এলাকায় চিকিৎ‍সক হিসেবে পরিচিত আমির হোসেন গাজিকে খবর দেওয়া হয়। স্বরূপনগরেই যাঁর চেম্বার রয়েছে। অসুস্থ যুবককে তিনি স্যালাইন ও ইঞ্জেকশন দেন। অভিযোগ, যা ছিল মেয়াদ উত্তীর্ণ। এতে যুবকের শারীরিক অবস্থার অবনতি হয়। বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় সৌমেনের।

ওই চিকিৎ‍সকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে মৃত যুবকের পরিবার। পুলিশ তদন্তে নেমে দেখে, চিকিৎ‍সক পরিচয় দিয়ে যিনি রোগী দেখতেন, সেই আমির হোসেন গাজির কোনও বৈধ শংসাপত্রই নেই।