মালদা: জালনোটের বিরুদ্ধে অভিযানে ফের বড়সড় সাফল্য! জালনোট চক্রের কিংপিন কালু শেখকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ।
মঙ্গলবার রাতে ইংরেজবাজার থানা এলাকার বাংলাদেশ সীমান্ত লাগোয়া নওদা থেকে গ্রেফতার করা হয় কালু শেখকে। পুলিশ সূত্রে খবর, আদতে বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার পীরগঞ্জ গ্রামের বাসিন্দা কালু শেখ।
জালনোট পাচার চক্রের অন্যতম মাথা, বাংলাদেশেরই আরেক বাসিন্দা হবিবুর রহমান ওরফে হাবিল শেখের ডান হাত কালুকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল এনআইএ এবং সিআইডি।
সূত্রের খবর, সীমান্ত পেরিয়ে কিছুদিন আগেই কালু শেখ ভারতে ঢুকেছে, এই খবর গোয়েন্দাদের কাছে আসতেই সতর্ক করা হয় মালদা জেলা পুলিশকে। তারপরেই অভিযান চালিয়ে কালু শেখকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি কালু শেখ কলকাতার বড়বাজারে গিয়ে জালনোট কারবারিদের সঙ্গে গোপন বৈঠকও করে। এরপর গুজরাতের সুরাতে যাওয়ার কথা ছিল তার।
পুলিশ সূত্রে আরও খবর, এর আগে মূলত ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু ও নেশার জন্য ব্যবহৃত কাশির সিরাপ ফেনসিডিল পাচারে হাত পাকায় কালু শেখ।
তারপর কালুর পরিচয় হয় জালনোট পাচারচক্রের মূলচক্রী হবিবুর রহমানের সঙ্গে। ধীরে ধীরে ভারত-বাংলাদেশ সীমান্তে জালনোটচক্রের মূল চাঁই হয়ে ওঠ কালু শেখ।
এর আগে ৬ জানুয়ারি মালদার বৈষ্ণবনগরে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে জাল নোট পাচারের আরেক কিংপিন রিপন শেখ গ্রেফতার হয়। পরে তাকে তুলে দেওয়া হয় এনআইএয়ের হাতে।
এবার গ্রেফতার জালনোট পাচারের আরেক কিংপিন কালু শেখ। অভিযুক্তকে ১২ দিনের পুলিশ হেফজতের নির্দেশ দিয়েছে মালদা জেলা আদালত।
মালদায় গ্রেফতার জালনোট পাচারচক্রের চাঁই বাংলাদেশি কালু শেখ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 May 2017 08:38 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -