মালদা: মালদার কালিয়াচকে ৭ লক্ষ টাকা মূল্যের জালনোট উদ্ধার করল বিএসএফ।


বিএসএফ সূত্রে খবর,  প্যাকেট ভর্তি জাল নোট বাংলাদেশ সীমান্তের ওপার থেকে এপারে ছোঁড়া হয়। কিন্তু এপারে অপক্ষারত এজেন্টের হাতে ওই প্যাকেট পৌঁছানোর আগেই তা নজরে আসে জওয়ানদের।


বাহিনীর তরফে জানানো হয়েছে, গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ বিএসএফ-এর একটি নজরদারি টিম মালদার চুরিয়ান্তপুর সীমান্তের কাছে টহল দিচ্ছিল, তাঁরা লক্ষ্য করেন, ওপার থেকে কয়েকজন দুষ্কৃতী এপারে কয়েকটি প্যাকেট ছোঁড়ে।


জওয়ানরা লক্ষ্য করেন, ওই প্যাকেট সংগ্রহ করতে এপারে অপেক্ষা করছিল কয়েকজন। সঙ্গে সঙ্গে ধাওয়া করা হলে, ওই সন্দেহভাজনরা পালিয়ে যায়। এদিকে, সীমান্তের কাছ থেকে পাঁচটি প্যাকেট উদ্ধার করা হয়।


বিএসএফ জানিয়েছে, প্যাকেটগুলিতে মোট ৩৫০ পিস ২০০০ টাকার জানলোট ছিল। অর্থাৎ, সাত লক্ষ টাকা মূল্যের নোট এপ্রান্তে চোরাচালানের চেষ্টায় ছিল দুষ্কৃতীরা।


প্রসঙ্গত, জালনোট পাচারের অন্যতম জায়গা হল মালদার কালিয়াচক। এখনও পর্যন্ত, প্রায় ২২ লক্ষ টাকার জালনোট উদ্ধার করেছে বিএসএফ। ২ পাচারকারীকে গ্রেফতারও করেছে।


এর আগে, গত বছর প্রায় দেড় কোটি টাকা মূল্যের জালনোট বাজেয়াপ্ত করা হয়েছিল। গ্রেফতার হয় ১৯ জন পাচারকারী।