অবশেষে বঙ্গে এল বর্ষা, দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরেও হবে বৃষ্টি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Jun 2017 06:57 PM (IST)
কলকাতা: মৌসুমী বাতাসের হাত ধরে বর্ষা এল বঙ্গে। আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ঘনীভূত হয়েছিল নিম্নচাপ। সেই নিম্নচাপের জেরে এদিন বর্ষা ঢুকে পড়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬ জেলায়। বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গেও। বর্ষা ঢোকায় সোমবার সকাল থেকে কলকাতার আকাশ ছিল আংশিক মেঘলা। কড়া রোদ না ওঠায় পারদ অনেকটাই নেমে যায়। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং দুই মেদিনীপুরে একই ছবি দেখা গিয়েছে। সকাল থেকে আকাশ মেঘলা থাকায় গত কয়েক সপ্তাহের তুলনায় তাপমাত্রা ছিল বেশ কম। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ থাকবে মেঘলা। কমবে তাপমাত্রা। উপকূলবর্তী জেলা ছাড়াও ভারী বৃষ্টি হবে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এবং বর্ধমানে। দক্ষিণবঙ্গের পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কোচবিহার বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।