উত্তর ২৪ পরগনা: ঘোলার যুগবেড়িয়ায় চটের ব্যাগ তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। গতকাল রাত ১২টা নাগাদ আগুন লাগে। পাটের মতো দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত তা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে যায় দমকলের ১০টা ইঞ্জিন। ঘণ্টাছয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।
চলতি মাসের শুরুতেই হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা ট্যাঙ্কারের কাছে পাইপলাইনে আগুন লাগে। ন্যাপথার পাইপলাইন পরিষ্কারের সময় আগুন লাগে বলে খবর। যেহেতু পরিষ্কারের কাজ চলছিল তাই ন্যাপথার পরিমাণ পাইপলাইনে কম ছিল। তার জেরে আগুনের ভয়াবহতা মাত্রাছাড়া পর্যায়ে পৌঁছয়নি। তবে ন্যাপথা যেহেতু অতি দাহ্য পদার্থ তাই আগুনের লেলিহান শিখা দ্রুত পাইপলাইনে ধরে নেয়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। আগুন নেভানোর চেষ্টায় পেট্রোকেমিক্যালের দমকলবাহিনী।
অন্যদিকে জুলাই-এর শেষে উল্টোডাঙার ক্যানাল ইস্ট রোডে ডালপট্টিতে আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় দুটি গুদাম। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন ভোর সাড়ে ৪টে নাগাদ আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে পাশের আরেকটি চালকলে। দমকলের ৭টি ইঞ্জিন ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীর মধ্যে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকলের।
গত ২৫ জুলাই গভীর রাতে কেষ্টপুরে বিধ্বংসী আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় ৩১টি অস্থায়ী দোকান। আগুন নেভাতে গিয়ে জখম হন ২ দমকল কর্মী-সহ ৭ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে খবর, রাত ২টো নাগাদ কেষ্টপুরের ভিআইপি রোডের ধারে শতরূপা পল্লিতে অস্থায়ী কাঠের আসবাবের দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
দ্রুত তা ছড়িয়ে পড়ে আশেপাশের খাবার দোকান-সহ অন্যান্য দোকানে। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সিলিন্ডার ফেটে জখম হন ২ দমকল কর্মী-সহ ৭ জন। একসময় পাশের ঝুপড়িতেও আগুন ছড়িয়ে আশঙ্কা দেখা দেয়। দমকলের ১৫টি ইঞ্জিন ঘণ্টাতিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে যায় ৩১টি অস্থায়ী দোকান। রাতে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু।
আরও পড়ুন: North Dinajpur: ফের পঞ্চায়েতের দখল নিল তৃণমূল, উচ্ছ্বাস আলতাপুর ২ নং গ্রাম পঞ্চায়েতে
আরও পড়ুন: Mukul Roy Issue : দিলীপবাবুর উচিত শুভেন্দুকে জিজ্ঞেস করা, শিশির অধিকারী এখন কোথায় : কুণাল ঘোষ