কলকাতা: শুক্রবারের আগুন আতঙ্কের রেশ কাটতে না কাটতেই লেকটাউনের মিনি জয়া সিনেমা হলে ফের আগুন আতঙ্ক। রবিবার দুপুরে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখা যায় সিনেমা হলের তিন তলা থেকে। এরপর দমকলের ২ টি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রবিবার দুপুর। ঘড়ির কাঁটায় ২ টো ৩০। এ দিন হঠাৎই ধোঁয়া বেরোতে দেখা যায় লেকটাউনের মিনি জয়া সিনেমা হলের তিনতলা থেকে। স্থানীয়দের নজরে আসতেই খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। স্থানীয়দের দাবি, আগুন নিয়ন্ত্রণে এলেও তৃতীয় তলে পকেট ফায়ার ছিল। সেখান থেকেই রবিবার ধোঁয়া বেরোতে থাকে।
শুক্রবার রাতের বিধ্বংসী আগুনের ছবি এখনও স্পষ্ট। আতঙ্কের রেশ কাটেনি এখনও। আর তার মধ্যেই ফের আতঙ্ক ছড়াল। সিনেমা হলের এক কর্মী জানাচ্ছেন, 'ওপরে ধোয়া দেখা গিয়েছে, কাল ফরেন্সিক এসেছিল, আমাদের তো সব শেষ হয়ে গেল। কী করে চলবে।'
শুক্রবার রাত সাড়ে ৯ টা নাগাদ আগুন লাগে লেকটাউন মিনি জয়া সিনেমা হলে। ভয়াবহ আগুনে সিনেমা হলের তিন এবং চার তলা ভস্মীভূত হয়ে যায়। এ দিন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। এরপর আগুন বাড়িতে থাকায় পরে প্রায় ১৫টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়।
শুক্রবার রাতে বন্ধ সিনেমা হলের ৪ তলায় আগুন লাগে। সিনেমা হলের ইলেক্ট্রিশিয়ান জানান, ওপরে একজন নিরাপত্তারক্ষী এবং তাঁর স্ত্রী থাকতেন। তাঁরা আহত হয়েছেন। কার্যত ভষ্মীভূত হয়ে গিয়েছে সিনেমা হল।
এদিন প্রথমে আগুনের লেলিহান শিখা নজরে আসে নিচে থাকা এক নিরাপত্তারক্ষীর। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। গোটা এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন করে দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। নিরাপত্তারক্ষীর স্ত্রী আগুনে অনেকটাই আহত হয়েছিলেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এখন তিনি স্থিতিশীল।
শুক্রবার রাতের ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে মিনি জয়া সিনেমা হলের পার্শ্ববর্তী একটি পার্লারও। তবে শুক্রবারের আগুন আতঙ্ক কাটতে না কাটতেই ফের আগুন দেখতে পাওয়ায় উত্তেজনা ছড়ায়। সব মিলিয়ে মিনি জয়া সিনেমা হলে আগুন আতঙ্ক পিছু ছাড়ছে না।