কলকাতা: প্রথমে ‘চড়-থাপ্পড়’, ‘পোশাক খুলতে বাধ্য করা’। তারপর মুখ না খোলার ‘হুমকি’। এইসব গুরুতর অভিযোগ তুলছেন বিধাননগর সরকারি কলেজের প্রথম বর্ষের এক পড়ুয়া! তাঁর দাবি, গত ৩০ অগাস্ট, ছাত্র সংসদের ঘরে ডেকে নিয়ে গিয়ে র্যাগিং করে তৃণমূল ছাত্র পরিষদ নেতারা।
অভিযোগকারী ছাত্রের দাবি, আমাকে র্যাগিং করেছে। ছাত্র সংসদের ঘরে ডেকে এনে প্রথমে চশমা খুলে নেওয়া হয়। তারপর সেখান থেকে বয়েজ কমন রুমে চড় থাপ্পর মারা হয়। শাসানো হয়। জোর করে প্যান্ট খুলে দেওয়া হয়। অভিযোগ, অত্যাচারের পর দেওয়া হয়েছে হুমকি!
অভিযোগকারী ছাত্রের আরও দাবি, অনেকের সঙ্গে এরকম করেছে। বলল, মুখ খুললে শ্লীলতাহানির কেসে ফাঁসিয়ে দেব। টিএমসিপি নেতারা বলল, কলেজে জানিয়ে কোনও লাভ হবে না।
ইউজিসি-র টোল ফ্রি নম্বরে ফোন করে এবং ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন এই পড়ুয়া। তাঁর দাবি, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে না যাওয়ার জেরে এই ঘটনা। অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভানেত্রী জয়া দত্তর প্রতিক্রিয়া, অভিযোগ সত্যি হলে ব্যবস্থা নেওয়া হবে। কারণ, আমাদের সংগঠন বরাবরই র্যাগিং-এর বিরুদ্ধে।
গোটা বিষয়ে বিধাননগর সরকারি কলেজ কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি। ক’দিন আগে একই ধরনের অভিযোগ ওঠে সরকারি সাহায্যপ্রাপ্ত দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে। টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের মধ্যে র্যাগিং করা হয়েছে বলে দাবি করেন প্রথম বর্ষের এক ছাত্রী।
ক’দিন আগে প্রথম বর্ষের ছাত্রকে র্যাগিংয়ের অভিযোগে শিরোনামে আসে সল্টলেকের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। এবার সরকারি কলেজে উঠল র্যাগিং এর অভিযোগ! যার জেরে প্রশাসনিক মহলেও তৎপরতা শুরু হয়েছে।