শান্তনু নস্কর, গোসাবা: বাঘের হানায় মৃত্যু হল এক মৎস্যজীবীর। নিহতের নাম শশাঙ্ক মন্ডল(৪০)। শুক্রবার দুপুর বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে সুন্দরবনের ঝিলার জঙ্গলে। শশাঙ্কের সঙ্গীরা বাঘের সাথে লড়াই করে তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
সুন্দরবন কোষ্টাল থানার লাহিড়ীপুরের বাসিন্দা শশাঙ্ক দিন দুই আগে চার সঙ্গীর সাথে সুন্দরবনের নদী খাঁড়িতে মাছ, কাঁকড়া ধরতে গিয়েছিলেন। এদিন দুপুর বারোটা নাগাদ যখন জঙ্গলে নদীর পাড়ের দিকে তাঁরা আসছিলেন, তখনই বাঘ নৌকায় ঝাঁপিয়ে পড়ে। শশাঙ্কের ঘাড়ে থাবা বসিয়ে জঙ্গলের দিকে যাওয়ার চেষ্টা করতেই তাঁর সঙ্গীরা লাঠি, লোহার শিক নিয়ে বাঘের উপর হামলা শুরু করে। অবশেষে শশাঙ্ককে ছেড়ে দিয়ে জঙ্গলে পালিয়ে যায় বাঘ। সঙ্গীরা তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় শশাঙ্ককে উদ্ধার করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু পথেই অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় এই মৎস্যজীবীর।