সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে সঙ্গীকে বাঁচালেন মত্স্যজীবীরা
ABP Ananda, web desk
Updated at:
19 Oct 2016 08:05 PM (IST)
NEXT
PREV
দক্ষিণ ২৪ পরগনা: বাঘের মুখ থেকে সঙ্গীকে ফিরিয়ে আনলেন মত্সজীবীরা। গতকাল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে পাঁচ মত্সজীবী সুন্দরবনের কলস নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার সময় জঙ্গল থেকে বেরিয়ে একটি বাঘ মত্সজীবী নিতাই দাসকে আক্রমণ করে। বাঘের সঙ্গে রীতিমতো লড়াই শুরু হয়। বাঁশ-লাঠি নিয়ে নিতাইয়ের সঙ্গীরা পাল্টা আক্রমণ করলে, শিকার ফেরে পালিয়ে যায় বাঘটি। আশঙ্কাজনক অবস্থায় ওই মত্সজীবীকে পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মুখে ও কাঁধে গুরুতর আঘাত রয়েছে
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -