দক্ষিণ ২৪ পরগনা: বাঘের মুখ থেকে সঙ্গীকে ফিরিয়ে আনলেন মত্সজীবীরা। গতকাল দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে পাঁচ মত্সজীবী সুন্দরবনের কলস নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার সময় জঙ্গল থেকে বেরিয়ে একটি বাঘ মত্সজীবী নিতাই দাসকে আক্রমণ করে। বাঘের সঙ্গে রীতিমতো লড়াই শুরু হয়। বাঁশ-লাঠি নিয়ে নিতাইয়ের সঙ্গীরা পাল্টা আক্রমণ করলে, শিকার ফেরে পালিয়ে যায় বাঘটি। আশঙ্কাজনক অবস্থায় ওই মত্সজীবীকে পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মুখে ও কাঁধে গুরুতর আঘাত রয়েছে