পূর্ব মেদিনীপুর: সচিন তেন্ডুলকারের মেয়েকে ফোনে উত্যক্ত করার অভিযোগে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থেকে গ্রেফতার করা হল এক যুবককে। ধৃতের নাম দেবকুমার মাইতি। বয়স - ৩৪। বাড়ি পূর্ব মেদিনীপুরের মহিষাদলের আন্দুলিয়া গ্রামে।
গ্রেফতারির পরও ধৃতের মুখে শুধুই সচিন-কন্যার কথা! ধৃত যুবক বলেন, আমি সচিনের অফিসে ফোন করতাম। ভালবাসি। বিয়ে করতে চাই। পুলিশ সূত্রে দাবি, মুম্বইয়ের বাসিন্দা এক আত্মীয়ের থেকে সচিনের মেয়ে সারার ফোন নম্বর জোগাড় করেন দেবকুমার। তারপর থেকেই বারবার সারাকে ফোন করে প্রেম নিবেদন করতেন তিনি।
মুম্বই পুলিশ সূত্রে দাবি, কয়েকদিন আগে সচিন তেন্ডুলকর বান্দ্রা থানায় এনিয়ে অভিযোগ দায়ের করেন। শনিবার মুম্বই পুলিশের একটি দল মহিষাদলে আসে। স্থানীয় পুলিশের সহযোগিতায় তাঁরা গ্রেফতার করেন দেবকুমারকে। বান্দ্রা থানার এএসআই ভীমসেন নায়ডু বলেন, সচিনের মেয়েকে উত্যক্ত করত। তার ভিত্তিতে নিয়ে যাওয়া হচ্ছে।
পরিবারের দাবি, দেবকুমারের হাতে তাঁর ও সারার নাম লেখা একটি ট্যাটু রয়েছে। ডায়েরিতে সারার নাম লেখা। হেলমেটে সারার নাম লেখা। ধৃতের মা কনকলতা মাইতি বলেন, সবসময় সারার কথা বলত। বলতাম পাগলামি করিস না। বলত, ওকেই বিয়ে করব। বেশি বললে রাগারাগি করত।
কিন্তু, ছেলের কাণ্ড জানার পরও তাঁকে আটকানো হয়নি কেন? কনকলতা মাইতির দাবি, তাঁর ছেলে মানসিক অসুস্থ। বেশি বললে ভাঙচুর করত। দেবকুমারকে ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে যাওয়া হয়েছে।
সচিন তেন্ডুলকরের মেয়েকে ফোনে 'উত্যক্ত', মহিষাদল থেকে গ্রেফতার যুবক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jan 2018 12:28 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -