নিরাপত্তায় ব্যাঘাত ঘটার আশঙ্কা, নবান্নে রক্ষীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা
Web Desk, ABP Ananda | 05 Nov 2016 06:51 PM (IST)
হাওড়া: নবান্নে নিরাপত্তারক্ষীদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা। নিচুতলার পুলিশকর্মীদের জন্য এই নির্দেশিকা জারি করেছেন উচ্চপদস্থ আধিকারিকরা। বলা হয়েছে, একমাত্র খুব জরুরি অথবা বাড়ির ফোন এলেই ধরা যাবে। এছাড়া, নবান্নে হেডফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। সূত্রের খবর, নবান্নের মতো হাই সিকিউরিটি জোনে ভিতরে ১২০০টি এবং বাইরে ৬০টি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। মনিটরিংয়ের ফলে নজরে এসেছে নিচুতলার পুলিশকর্মীদের যথেচ্ছ মোবাইল ব্যবহারের বিষয়টি। এর ফলে নিরাপত্তায় ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা। তার প্রেক্ষিতেই এই নির্দেশিকা জারি করেছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা।