নিম্নচাপের জেরে জেলায় বৃষ্টি, দিঘায় হোটেলে আটকে বহু পর্যটক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Nov 2016 10:12 AM (IST)
কলকাতা: মেঘাচ্ছন্ন আকাশ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। শুক্রবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে উত্তর ২৪ পরগনায়। সকাল থেকেই চলছে বৃষ্টি। বৃষ্টি হচ্ছে দক্ষিণ ২৪ পরগনাতেও। জেলার বিস্তীর্ণ এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। পূর্ব মেদিনীপুরের হলদিয়া, মহিষাদল, তমলুক, পাঁশকুড়া, কাঁথি এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। দিঘা, মন্দারমণিতে হোটেলে আটকে পড়েছেন পর্যটকরা। মত্সজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে, প্রবল বর্ষণে সেচ খাল ভেসে যাওয়ায় জলমগ্ন খেজুরির বেশ কয়েকটি গ্রাম। পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি শুরু হয়েছে গতকাল রাত থেকেই। সকাল থেকে গোপীবল্লভপুর, চন্দ্রকোণা-সহ বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে। হুগলির বিস্তীর্ণ এলাকাতেও রাত থেকেই একটানা বৃষ্টি হচ্ছে। রাতভর বৃষ্টির পর সকালেও বৃষ্টি হচ্ছে হাওড়ার বিস্তীর্ণ এলাকায়। হাওড়া পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন। নদিয়াতেও রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সকাল থেকে বেশ কয়েকটি এলাকায় মাঝারি বৃষ্টি হচ্ছে।