কলকাতা: শনিবার দুপুরেও বৃষ্টিতে ভিজল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি। এদিনও সকাল থেকে আকাশ ছিল মেঘলা। বেলা বাড়তেই অন্ধকার ঘনিয়ে আসে। শুরু হয় অঝোর বর্ষণ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের উপর জোড়া নিম্নচাপ অক্ষরেখার অবস্থান করছে। পাশাপাশি, বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করেছে। এর জেরেই শনিবার দুপুর থেকে চলছে বৃষ্টি। কলকাতা ছাড়াও এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টি হয়েছে।

অন্যদিকে, রবিবার রথের দিন রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপ অক্ষরেখার পাশাপাশি বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি বৃদ্ধি করছে। এর জেরেই কাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনভর প্রবল বৃষ্টি হবে। বৃষ্টি হবে পার্বত্য জেলাগুলিতেও। বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা কমারও পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা। তবে সকালের দিকে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।