কলকাতা: বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার জেরে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি। মঙ্গলবারও থাকবে মেঘলা আকাশ। তাপমাত্রা কমার সম্ভাবনা। ক্যালেন্ডার বলছে, বিদায় নিয়েছে বর্ষা। কিন্তু বাস্তবে এখনও মাঝেমধ্যে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ অক্ষরেখা। যার জেরে সোমবারও বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে রাজ্যের একাধিক জেলা।
সোমবার সকালে হুগলির চন্দননগর, শ্রীরামপুর এবং চুঁচুড়ায় বৃষ্টি নামে। দুপুরের দিকে বৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুরের চাকুলিয়ায়। বৃষ্টির পাশাপাশি চাকুলিয়ায় দাপট দেখিয়েছে ঝোড়ো হাওয়া।
অন্যদিকে, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আকাশ ছিল মেঘলা। কোথাও সেভাবে রোদের দেখা মেলেনি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাংলাদেশের উপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত। বিহার থেকে বাংলার ধার বরাবর বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। যার ফলে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প। এই জলীয় বাষ্প থেকে তৈরি হওয়া মেঘের জেরে বৃষ্টি হচ্ছে রাজ্যের একাধিক জেলায়।
পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবারও সকালের দিকে আকাশ থাকবে মেঘলা। তবে দুপুর থেকে উন্নতি হবে আবহাওয়ার। পাশাপাশি, দক্ষিণবঙ্গে পারদ কিছুটা নামার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির ফলে এদিন হুগলির একাধিক জায়গায় জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনে সমস্যায় পড়েন উদ্যোক্তারা। বিকেলের দিকে বৃষ্টি কমে যাওয়ায় মেলে স্বস্তি।
বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবারও রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কমার সম্ভাবনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Oct 2017 07:20 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -