কলকাতা: আগামী ৭ নভেম্বর, রানাঘাটে সন্ন্যাসিনী ধর্ষণ মামলার রায় ঘোষণা করবে নগর দায়রা আদালত। মূল ষড়যন্ত্রকারী এখনও ফেরার। সম্ভবত লুকিয়ে বাংলাদেশে।সোমবার কলকাতার নগর দায়রা আদালতে একথা জানান বিচারক কুমকুম সিংহ। শুনানির সময় ধৃত ৬ জনকে আদালতে হাজির করানো হয়।
ঘটনাটি ঘটে ২০১৫ সালের ১৩ মার্চ গভীর রাতে। রানাঘাটের গাঙনাপুরের কনভেন্ট স্কুলে ঢুকে লুঠপাটের পাশাপাশি এক সন্ন্যাসিনীকে ধর্ষণের অভিযোগ ওঠে। প্রশ্ন ওঠে পুলিশি নিরাপত্তা নিয়েও। ঘটনার পর বেশ কিছুদিন কোনও সূত্র না মেলায় সিবিআইকে দিয়ে তদন্ত করানোর সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। এরই মধ্যে টাওয়ার ডাম্পিং প্রযুক্তির সাহায্য নেয় সিআইডি। যে পদ্ধতির সাহায্যে বিশেষ একটি এলাকার নির্দিষ্ট সময়ে কোন কোন মোবাইল ফোন থেকে কী কী কথা হয়েছে, তা খতিয়ে দেখা হয়। এই পদ্ধতির সাহায্য নিয়ে মূল অভিযুক্ত মিলন সরকার, ওহিদুল ইসলাম, মহম্মদ সেলিম শেখ, নুরুল ইসলাম, গোপাল সরকার ও খোলদার রহমান নামে ৬ জনকে গ্রেফতার করে সিআইডি।
একজন এখনও ফেরার।
সিআইডি অভিযুক্তদের গ্রেফতার করায় আর তদন্তভার নেয়নি সিবিআই। পরে মামলা রানাঘাট থেকে কলকাতার নগর দায়রা আদালতে সরিয়ে আনা হয়। সোমবার সেই মামলার সওয়াল-জবাব শেষ হয়।
রানাঘাটে সন্ন্যাসিনী ধর্ষণ মামলার শুনানি শেষ, আগামী ৭ নভেম্বর রায় ঘোষণা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Oct 2017 07:06 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -