সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : প্রয়াত রাজ্যের প্রাক্তন উচ্চ শিক্ষা মন্ত্রী, সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য, অধ্যাপক আন্দোলনের অগ্রনী নেতৃত্ব এবং প্রাক্তন সাংসদ সুদর্শন রায়চৌধুরি। মৃ্ত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। সূত্রের খবর, গত বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন। গতকাল রাত থেকেই অসুস্থতা বোধ বাড়ে তাঁর। আজ তাঁকে নার্সিংহোমে ভর্তিও করা হয়। জানা গিয়েছে, শরীরে সোডিয়াম পটাশিয়াম হঠাৎ কমে গিয়েছিল তাঁর। বিকেল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপরই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। ফের তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। এবং সন্ধ্যা ৭টা নাগাদ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সূত্রের খবর, ষাটের দশকে প্রেসিডেন্সিতে পড়ার সময় থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বোস,হান্নান মোল্লা, বৃন্দা কারাতদের সঙ্গে রাজনীতি করেন সুদর্শন রায়চৌধুরী। শ্রীরামপুর কলেজের প্রাক্তন অধ্যাপকও ছিলেন তিনি। ২০০৬ সালে জাঙ্গীপাড়া থেকে বিধায়ক নির্বাচিত হয়ে উচ্চ শিক্ষামন্ত্রী হন। তার আগে শ্রীরামপুর থেকেই দুইবার সাংসদও নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি বিনোদ দাসের মৃত্যুর পর থেকে ২০১২ সাল তেকে ২০১৭ সাল পর্যন্ত হুগলি জেলা সম্পাদকের দায়িত্বও সামলেছেন। সুদর্শন রায়চৌধুরীর প্রয়াণের খবর পেয়ে নার্সিংহোমে উপস্থিত হন জেলা সিপিআইএম নেতৃত্ব।
সিপিআইএমের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এই খবর পোস্ট করার পরই সিপিআইএম নেতৃত্ববৃন্দ গভীরভাবে শোক প্রকাশ করেছেন। বাম আমলের দীর্ঘদিনের মন্ত্রী অশোক ভট্টাচার্য শোক প্রকাশ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'কমরেড সুদর্শন দা লাল সেলাম। আমার সাথে সুদর্শন দা-র পরিচয় ১৯৬৯ সালে শিলিগুড়িতে বিপিএসএফএ-র ১৯তম সম্মেলনে। একজন মন খোলা দরিদ্র ছাত্রনেতা হিসেবে আমরা তাঁকে পেয়েছিলাম। অনেক কথা মনে পড়ছে আজ। একসাথে রাজ্য মন্ত্রিসভায় ছিলাম। এই সময়ে সুদর্শন দা-র মতো নেতার খুবই অভাব বোধ করব।' গণশক্তিতে বেশিরবাগ ক্ষেত্রেই বুধবার ওঁর লেখাগুলো ছাপা হত বলে জানা যাচ্ছে। সুদর্শন রায়চৌধুরীর সঙ্গে বিধায়ক ছিলেন অশোকনগরের সত্যসেবী করও। আজ প্রাক্তন উচ্চ শিক্ষা মন্ত্রীর মৃত্যুতে তিনিও বিমর্ষ। বলেছেন, 'বিশ্বাসই করতে পারছি না। অবিশ্বাস্য দুঃসংবাদ। ওঁর সাথে বহু স্মৃতি মনে পড়ে যাচ্ছে। শেষ শ্রদ্ধা জ্ঞাপন করছি।' সুদর্শন রায়চৌধুরীর প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন রবীন দেবও। লিখেছেন, 'ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য, প্রাক্তন সাংসদ ও রাজ্যের প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী সুদর্শন রায়চৌধুরীর আকস্মিক জীবনাবসানে গভীর শোক প্রকাশ করছি। সমবেদনা জানাই মীনা দি-সহ পরিবার পরিজনদের প্রতি।'