দার্জিলিং: দার্জিলিং থেকে শিলিগুড়ি ফেরার জন্য পর্যটকদের বাসভাড়া দিতে হবে না। পাহাড়ের পরিস্থিতির জেরে বিপন্ন পর্যটকদের এই বলে আশ্বস্ত করল রাজ্য সরকার।

পরিবহন দফতর জানিয়ে দিয়েছে, আজ ও কাল যে সব যাত্রী বাসে কলকাতায় ফিরবেন, তাঁদের ভাড়া লাগবে না।

পর্যটকদের নামাতে শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে কলকাতা পর্যন্ত ২ ঘণ্টা অন্তর বিশেষ বাসের ব্যবস্থা করেছে প্রশাসন।

পর্যটকদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছে এনবিএসটিসি।

যাত্রীদের সুবিধার জন্য ভোর ৫টা থেকে খোলা বাগডোগরা বিমানবন্দর। সকাল ৬টা থেকে খোলা বিমানবন্দরের ক্যান্টিনও।