দার্জিলিং: দার্জিলিং থেকে শিলিগুড়ি ফেরার জন্য পর্যটকদের বাসভাড়া দিতে হবে না। পাহাড়ের পরিস্থিতির জেরে বিপন্ন পর্যটকদের এই বলে আশ্বস্ত করল রাজ্য সরকার।
পরিবহন দফতর জানিয়ে দিয়েছে, আজ ও কাল যে সব যাত্রী বাসে কলকাতায় ফিরবেন, তাঁদের ভাড়া লাগবে না।
পর্যটকদের নামাতে শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে কলকাতা পর্যন্ত ২ ঘণ্টা অন্তর বিশেষ বাসের ব্যবস্থা করেছে প্রশাসন।
পর্যটকদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছে এনবিএসটিসি।
যাত্রীদের সুবিধার জন্য ভোর ৫টা থেকে খোলা বাগডোগরা বিমানবন্দর। সকাল ৬টা থেকে খোলা বিমানবন্দরের ক্যান্টিনও।
দার্জিলিং থেকে শিলিগুড়ি ফিরতে পর্যটকদের বাসভাড়া দিতে হবে না, সিদ্ধান্ত রাজ্য সরকারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jun 2017 09:24 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -