চলন্ত হাওড়া-জামালপুর এক্সপ্রেসে ফরাসি পর্যটকের শ্লীলতাহানি, গ্রেফতার ১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Jun 2018 03:45 PM (IST)
কলকাতা: হাওড়া-জামালপুর চলন্ত ট্রেনে ফরাসি পর্যটকের শ্লীলতাহানি। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। ওই মহিলা পর্যটক তাঁর অভিযোগে লিখেছেন, মহম্মদ আরশাদ হুসেন নামে ওই ব্যক্তি ট্রেনের মধ্যে তাঁকে পিছন থেকে দুবার জাপটে ধরে। এরপরই অ্যালার্ম বাজিয়ে নিরাপত্তারক্ষীদের সজাগ করেন ওই পর্যটক। তারপরই ওই কোচে এসে মহিলাকে উদ্ধার করে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে সিআরপিএফ। পরে ওই ব্যক্তিকে বর্ধমানে জিআরপির হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তিকে আদালতে পেশ করা হলে, তাকে চারদিন বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বিচারক। শ্লীলতাহানির ঘটনাটি ঘটে যখন ট্রেনটি ঝাড়খণ্ডের পাকুর রেল স্টেশনে ছিল। ঘটনার সঙ্গে সঙ্গেই অন্য রেলযাত্রী ও সিআরপিএফকে সতর্ক করে ওই মহিলা পর্যটক। প্রসঙ্গত, ট্রেনে উঠে বসার জায়গা পাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েন ওই মহিলা। এরপরই আচমকা তিনি অনুভব করেন, মহিলাকে পিছন থেকে জাপটে ধরেছে কোনও এক ব্যক্তি। মহিলা ওই ব্যক্তিকে ধমকালেও, তিনি ফের মহিলাকে জাপটে ধরে। এরপরই মহিলা সপাটে ধৃত ব্যক্তিকে থাপ্পর মারেন। সেইসময় ওই ব্যক্তি মহিলাকে পাল্টা মারে। এরপরই কথা কাটাকাটির শব্দে অন্য সহযাত্রীরা ছুটে এসে মহিলাকে উদ্ধার করেন।