জুয়ার প্রতিবাদ, উত্তর দিনাজপুরে গ্রামবাসীদের গুলি-বাঁশ দিয়ে আক্রমণ দুষ্কৃতীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Oct 2016 07:54 PM (IST)
রায়গঞ্জ: জুয়ার প্রতিবাদ করে আক্রান্ত গ্রামবাসীরা। বেপরোয়া দুষ্কৃতী দৌরাত্ম্যে গুলিবিদ্ধ হলেন চার জন। উত্তর দিনাজপুরের এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযোগ, বৃহস্পতিবার সকালে প্রতিবাদ করলে, গ্রামবাসীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি খেয়ে রাস্তাতেই লুটিয়ে পড়েন অনেকে! তাতেও রেহাই মেলেনি! প্রতিবাদীদের বাঁশ ও লাঠি দিয়েও বেধড়ক মারে দুষ্কৃতীরা! এরপর কয়েকজন প্রতিবাদীর বাড়ি ভাঙচুর করে গা ঢাকায় দুষ্কৃতীরা। আহত ৫ প্রতিবাদী ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠৌরের দাবি, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু তার আগেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের কাউকে রেয়াত করা হবে না। যদিও অনেকেই বলছেন, দুষ্কৃতীরা এখন এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, গ্রামবাসীরা দলবদ্ধভাবে প্রতিবাদ করলেও তারা পিছু হঠেনি! উল্টে প্রতিবাদীদের ওপর গুলি চালিয়েছে তারা! এই যদি পরিস্থিতিই হয়, তাহলে কি অন্যায় দেখে আর কি কেউ প্রতিবাদ করতে এগিয়ে আসবেন! আতঙ্কিত গ্রামবাসীরা।