দার্জিলিং: ফের উত্তপ্ত পাহাড়। অডিও বার্তায় গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতির বিমল গুরুঙের হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই ফের আগুন জ্বলল পাহাড়ে।

শুক্রবার রেহাই পেল না স্কুলের গাড়িও।এমনকি, রোগী নিয়ে যাওয়া গাড়িকেও আটকে দেওয়ার অভিযোগ।

স্থানীয় সূত্রে খবর,  শুক্রবার কালিম্পঙের সেন্ট অগাস্টিন স্কুলের এক অসুস্থ পড়ুয়াকে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল।

অভিযোগ, সেই সময় বিক্ষোভকারী মোর্চা সমর্থকরা স্কুলের ওই গাড়িতে ইট ছোড়েন।

ভেঙে যায় গাড়ির কাচ।

কালিম্পং থানায় অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ। মোর্চা নেতৃত্ব অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

এ দিন সকাল থেকেই পাহাড়ের পারদ তুঙ্গে। বনধের সমর্থনে মহিলা মোর্চার কর্মী-সমর্থকরা কালিম্পঙের ডাম্বারচকে বিক্ষোভ দেখাতে থাকেন। আগুন লাগিয়ে দেওয়া হয় টায়ারে।

ঘটনাস্থলে গেলে পুলিশকে টার্গেট করে মোর্চা। কালিম্পঙের পুলিশ সুপার ও কালিম্পং থানার আইসির গাড়ি লক্ষ্য করে মোর্চা সমর্থকরা শুরু করে দেন ইটবৃষ্টি। কাচ ভাঙে আইসির গাড়ির। আহত হন ২ পুলিশ কর্মী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। ফাটায় টিয়ার গ্যাসের শেল। এই ঘটনায় কালিম্পং পুরসভার সাত নম্বর ওয়ার্ডের মোর্চা কাউন্সিলর বিমলা ছেত্রী-সহ ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে ৯ জন মহিলা।

এ দিন উত্তপ্ত হয়ে ওঠে মিরিকও।

মিরিকের কৃষ্ণনগরে রোগীর গাড়ি আটকে রাখার অভিযোগ উঠেছে মোর্চার বিরুদ্ধে। এসডিপিও  গিয়ে গাড়িটিকে উদ্ধার করেন। তখন আবার তাঁর গাড়ি লক্ষ্য করে শুরু হয়ে যায় ইটবৃষ্টি। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনায় তিরিশ জন মোর্চা সমর্থককে আটক করে পুলিশ।