পশ্চিম বর্ধমান: বন্ধুর পাশে থাকতে গিয়েই চলে যেতে হল এক বন্ধুকে! অকালেই ঝড়ে গেল একটা তরতাজা প্রাণ!মৃত প্রিয়ঙ্কা বাউড়ির বাড়ি পশ্চিম বর্ধমানের হীরাপুরের আলুটিয়া গ্রামে।এলাকারই মেয়ে উষা বাউড়ি ছিলেন তাঁর অভিন্ন হৃদয় বন্ধু।

পুরুলিয়ার বাসিন্দা এক যুবকের সঙ্গে উষার প্রেম ছিল।স্থানীয় সূত্রে খবর,উষার এই সম্পর্ক নিয়ে আপত্তি তুলেছিল তাঁর প্রেমিকের পরিবার।বান্ধবীর প্রেম নিয়ে এই টানাপোড়েনের কথা জানতেন প্রিয়ঙ্কা। তাই পাশে দাঁড়াতে চেয়েছিলেন।

উষার প্রেমিকের সঙ্গে কথা বলার জন্য, বান্ধবীকে নিয়ে বুধবার পুরুলিয়ায় যান প্রিয়ঙ্কা।

সেখানে দেখা হয় তিন জনের। অভিযোগ, কথা বলতে বলতে আচমকাই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন উষা ও তাঁর প্রেমিক!

এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যান প্রিয়ঙ্কা!

বান্ধবী ও তাঁর প্রেমিক যখন ছটফট করছেন, তখন ওই বোতল থেকেই বাকি বিষ নিজের গলায় ঢেলে দেন তরুণী!

তিনজনকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। বৃহস্পতিবার সেখানেই মৃত্যু হয় প্রিয়ঙ্কার।

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মৃত তরুণীর বান্ধবী ও তাঁর প্রেমিক। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।