কলকাতা: করোনার কারণে জমি-বাড়ি রেজিস্ট্রেশনে (Land and House Registration) ছাড়ের মেয়াদ বাড়াল রাজ্য (West Bengal)। ৩১ অক্টোবরের পরিবর্তে ছাড় মিলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ১ কোটি টাকা পর্যন্ত সম্পত্তি কেনা-বেচায় দিতে হবে ৪ শতাংশ, তার বেশি মূল্যের সম্পত্তির ক্ষেত্রে দিতে হবে ৫ শতাংশ স্ট্যাম্প ডিউটি।


সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়ে স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়ার মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে এতদিন পর্যন্ত তার কোনও বিজ্ঞপ্তি জারি হয়নি। এদিন নির্দেশিকা জারি করে রাজ্য সরকার জানিয়ে দিল মেয়াদ বাড়ল তিন মাস। সংশ্লিষ্ট ছাড়ের মেয়াদ বৃদ্ধি হোক এমনটাই চাইছিলেন খোদ গ্রাহকরা। গত সপ্তাহে হাইকোর্টে রেজিস্ট্রেশন অফিসে আসা এক গ্রাহক বলেন, "৩০ তারিখ পর্যন্ত ছাড় দিচ্ছে, সেই কারণেই এসেছি। তবে মেয়াদ বাড়ালে ভাল হয়।''


বাজেটে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছিল, আবাসন ক্ষেত্রে অক্টোবরের শেষের মধ্যে সম্পত্তির রেজিস্ট্রেশন করলে স্ট্যাম্প ডিউটিতে ২% ছাড় মিলবে। সেই ছাড়ের সুবিধা নিতেই, ভিড় বাড়তে শুরু করে কলকাতার বিভিন্ন রেজিস্ট্রেশন অফিসে। অক্টোবরের শেষদিকে এই ছবিই দেখা গিয়েছিল আলিপুর থেকে হাইকোর্ট চত্বর। এদিকে পুজোর পর থেকে করোনা সংক্রমণের গ্রাফ আবার ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য দফতরের রবিবারের বুলেটিন অনুযায়ী,  গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা হাজারের দোরগোড়ায়।


রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৯১৪ জন। রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্য়ে শুরু থেকে এখনও পর্যন্ত করোনা সংক্রমিত (Covid Update) হলেন  মোট ১৫,৯২,৯০৮ জন। করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। এ নিয়ে রাজ্য়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১৯,১৪১ জন। ৩১ অক্টোবরে (October) রাজ্যে করোনায় আক্রান্ত সংক্রিয় রোগীর (Active Corona Case) সংখ্যা ৮,২৯৬ জন। 


আরও পড়ুন: Weather Update: রাজ্যজুড়ে বাড়বে শীতের আমেজ, কলকাতায় আরও নামল পারদ


আরও পড়ুন: Hooghly: ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, নিয়মবিধি পালনে কড়াকড়ি সিঙ্গুরে