সঞ্চয়ন মিত্র, কলকাতা: বাধাহীন উত্তুরে হাওয়ায় ভর করে কলকাতায় (Kolkata) আরও নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। দীপাবলির (Diwali) আগেই বাতাসে হিমের পরশ। শুধু কলকাতা বা দক্ষিণবঙ্গেই নয়, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ আরও বেশি।
আবহাওয়া (Weather) দফতর সূত্রে খবর, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুর, রাজ্যের ৫ জেলায় কুড়ির নিচে নেমেছে তাপমাত্রার পারদ। কালীপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত মনোরম আবহাওয়া থাকবে। রাতে আরও নামবে পারদ, পূর্বাভাস হাওয়া অফিসের। ফলে রাজ্যজুড়ে বাড়বে শীতের আমেজ। তবে এখনই আনুষ্ঠানিকভাবে শীতের আগমন নয়। তার জন্য আরও কিছুদিনের অপেক্ষা।
আরও পড়ুন: Petrol and Diesel Prices Today কলকাতায় ১১০ টাকা পার পেট্রোল, ফের বাড়ল ডিজেলের দামও
চলতি মাসের গোড়ায়, আবহাওয়া দফতর তার পূর্বাভাসে জানিয়েছিল, মাসের শেষে হালকা শীতের আমেজ টের পাওয়া যাবে। আগামী কয়েকদিন হেমন্তের পরিবেশ বজায় থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। সেই পূর্বাভাসকে সত্যি করে, পরপর দুদিন কলকাতার তাপমাত্রা অনেকটাই কমেছে। গতকাল, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, উত্তুরে হাওয়ার ভর করে কলকাতায় চারদিনে ৪ ডিগ্রি নেমেছে পারদ।
উল্লেখ্য, দুর্গাপুজোর সময়ে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেভাবে ভাসেনি কলকাতা। মা লক্ষ্মীর আরাধনার দিনেও বৃষ্টির ভ্রুকুটি ছিল। সকাল থেকে মেঘলা আকাশ ছিল। বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছিল। কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, দুই দিনাজপুরে কয়েকঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। বৃষ্টি হওয়ার কথা ছিল উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।
আরও পড়ুন: Local Train Service: ফিরল চেনা ছবি, সপ্তাহের প্রথমদিন ট্রেনে বাদুড়ঝোলা ভিড়
আরও পড়ুন: Hooghly: ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, নিয়মবিধি পালনে কড়াকড়ি সিঙ্গুরে