কলকাতা : রাজ্যের সঙ্গে ফের একবার সংঘাতে জড়ালেন রাজ্যপাল। ফের রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ফের একবার মুখ খুলে জগদীপ ধনকড় বলেছেন, 'রাজ্যে ভয়ের আবহ এমনই, ভয় নিয়ে কথা বলতেই লোক ভয় পায়।'
এর আগেও বেশ কয়েকবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন জগদীপ ধনকর। এবারে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে রাজ্যপাল বলেছেন, 'স্বাধীনতা মানে ভয় থেকে মুক্তি, গণতন্ত্র মানে ভয় থেকে মুক্তি, সাংবিধানিক কর্মকাণ্ড মানে ভয় থেকে মুক্তি, আইনের শাসন মানে ভয় থেকে মুক্তি, কিন্তু দুর্ভাগ্যবশত এই মুহূর্তে আমরা ভয়মুক্ত নই। ভয় এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে ভয়ের আবহ নিয়ে কথা বলতেও মানুষ ভয় পান। যা খুবই দুঃখজনক। পশ্চিমবঙ্গের মতো সাংস্কৃতিক এক রাজ্যে এহেন ভয়ের আবহের কোনও জায়গা নেই।'
যার পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, আগেও বলেছি, আবারও বলছি রাজ্যপাল এসব কথা বন্ধ করুন।
২০১৯ সালের জুলাই মাসে বঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই ক্রমাগত রাজ্যের সঙ্গে একাধিক বিষয়ে সরাসরি বাকযুদ্ধে জড়িয়েছেন জগদীপ ধনকর। তিনি যতবার আক্রমণ শানিয়েছেন, প্রায় প্রত্যেকবারই তাকে পাল্টা প্রত্যুত্তর দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।
এমনকি কিছুদিন আগে দিল্লি গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেওয়ার পর বেরিয়ে জানিয়েছিলেন, রাজ্যে খুন-সংঘর্ষ রোজকার ঘটনা। কোনও গণতন্ত্র নেই বঙ্গে। প্রশাসনের বিভিন্ন পদে থাকা কর্তাদের আচরণ রাজনৈতিক কর্মীদের মতো বলে জানিয়েছিলেন তিনি।
এরাজ্যে বর্তমান পরিস্থিতিতে ভোট আয়োজন সুষ্ঠুভাবে করা বেশ কঠিন বলেও বারবার অভিযোগ করেন তিনি। তাই আগেভাগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এনে ভোট করার পক্ষেও সওয়াল বহু আগে থেকেই করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর।