কলকাতা:  পাখির চোখ উত্তরবঙ্গ পুনরুদ্ধার। সেই লক্ষ্যে আজ মালদা-রায়গঞ্জে জোড়া সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । অন্যদিকে মঙ্গলবারের ঠাসা কর্মসূচির পর খড়গপুরে আজ চা-চক্রে থাকছেন জেপি নাড্ডা।



মঙ্গলবার জোড়া রথযাত্রার সূচনা করতে রাজ্যে এসে, জে পি নাড্ডা অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার সংস্কৃতি নষ্ট করে দিচ্ছেন। তৃণমূল নেতৃত্বের ভাষা-সংস্কৃতি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি, বিজেপি সভাপতি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বললেন, অল্প বয়সে ক্ষমতা পেয়ে বখে যাওয়া ছেলে! উল্টোদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, 'বিজেপি ভোটের আগে চুরি করা টাকা নিয়ে বাংলায় আসছে। তারা বাংলাকে শ্মশানে পরিণত করতে চায়।' মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছেন বিজেপির সঙ্গে বাম-কংগ্রেস আঁতাঁতের। তবে শুরুতেই আপনাদের দেখাব, ভোটের আগে জমজমাট বাগযুদ্ধ, বিষয় - বঙ্গসংস্কৃতি।

অন্যদিকে জল্পনার অবসান ঘটিয়ে ১২ দিন আগে খাঁকি উর্দি সরিয়ে রাখার পর মঙ্গলবার কালনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছেন সদ্য প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর।